ওসলো, ৮ ফেব্রুয়ারি : ফিডের সঙ্গে সংঘাতের জের। বিশ্ব দাবা সংস্থার কোনও ইভেন্টে আর অংশগ্রহণ করবেন না ম্যাগনাস কার্লসেন! প্রসঙ্গত, ২০১৩ থেকে ২০২৩ সাল— টানা ১০ বছর ফিডের বিশ্বচ্যাম্পিয়ন ছিলেন তিনি। এর ফলে কাতারে আয়োজিত বিশ্ব র্যাপিড ও ব্লিৎজ চ্যাম্পিয়নশিপে কার্লসেনকে দেখা যাবে না। বরং এখন থেকে তাঁর যাবতীয় ফোকাস শুধুই ফ্রিস্টাইল গ্র্যান্ড স্ল্যাম দাবা টুর্নামেন্টে।
এই প্রসঙ্গে কার্লসেনের বক্তব্য, ‘‘আমার সঙ্গে ফিডের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। বিশেষ করে, এই মুহূর্তে যাঁরা ফিডের দায়িত্বে রয়েছেন, সেই কর্তাদের সঙ্গে। ফলে বিশ্ব র্যাপিড ও ব্লিৎজ চ্যাম্পিয়নশিপে খেলার কোনও প্রশ্নই নেই।’’ ফ্রিস্টাইল সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা কার্লসেন সম্প্রতি ফিডের সভাপতি আর্কাডি ভোরকোভিচের পদত্যাগ দাবি করেছিলেন। কার্লসেনের দাবি, ফিডে প্রেসিডেন্ট তাঁর বাবা হেনরিককে কথা দিয়েছিলেন, ফ্রিস্টাইল সংস্থার টুর্নামেন্টে অংশ নিলে কোনও দাবাড়ুর ক্ষতি হবে না। কিন্তু বাস্তবে চিত্রটা অন্যরকম। প্রমাণ হিসাবে ফিডে প্রেসিডেন্ট ও বাবার হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিন শটও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন কার্লসেন।
আরও পড়ুন-কাজে যোগ দিলেন সেই ৪ পরিচালকও
এদিকে, কার্লসেনের সংস্থা ফ্রিস্টাইল গ্র্যান্ড স্ল্যাম দাবা টুর্নামেন্ট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যার প্রথম দিনে ড্র করেছেন ভারতের ডি গুকেশ। কার্লসেন নিজে আবার হেরে গিয়েছেন প্রথম রাউন্ডে। ফিডের ভ্রুকুটি সত্ত্বেও ফ্রিস্টাইল গ্র্যান্ড স্ল্যামে খেলা নিয়ে গুকেশের বক্তব্য, ‘‘আমি দাবা খেলতে ভালবাসি। সেটা যে কোনও ফরম্যাটে। আশা করি, এই সমস্যা দ্রুত মিটে যাবে।’’