ওসলো, ২০ ডিসেম্বর : দাবার বিশ্বচ্যাম্পিয়নশিপের ফরম্যাট নিয়ে সরব ম্যাগনাস কার্লসেন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন নরওয়ের গ্র্যান্ডমাস্টার সম্প্রতি ডি গুকেশ এবং ডিং লিরেনের খেতাবি লড়াইয়ের মান নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক বাড়িয়েছিলেন। কার্লসেন এবার সমালোচনা করেছেন ক্লাসিক্যাল চেস ফরম্যাটের। তিনি মনে করেন, র্যাপিড চেস ফরম্যাটই বিশুদ্ধ। ক্লাসিক্যাল ফরম্যাট সবচেয়ে খারাপ।
আরও পড়ুন-গোয়ায় ডুবল পালতোলা নৌকা
কার্লসেন বিশুদ্ধ ফরম্যাটে চ্যাম্পিয়ন নির্ধারণের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘‘সেরা খেলোয়াড় নির্ধারণ করার সঠিক পদ্ধতি কী, সেটা বলা সাধারণত খুব কঠিন। এই মুহূর্তে আমি বলব, প্রতিযোগিতার তীব্রতা এবং ভারসাম্য রাখার জন্য অনেক দ্রুত ফরম্যাট থাকা উচিত। যদি আমরা দুর্দান্ত একটা ম্যাচ দেখতে চাই তাহলে সেটা ক্লাসিক্যাল চেস দিতে পারবে না। এই ফরম্যাট সবচেয়ে খারাপ। কিন্তু র্যাপিড এবং ব্লিৎজ চেসে খেলোয়াড়দের অলরাউন্ড দক্ষতা অনেক ভালভাবে প্রতিফলিত হয়। খেলায় আরও উত্তেজনা থাকবে।’’ কার্লসেন বলেন, ‘‘দ্রুততম চেস আসল খেলা। এটাই বিশুদ্ধ। কিন্তু ফ্রিস্টাইল ঘরানায় লম্বা সময় ধরে লড়াই চলতে থাকলে সেটা বেশি বিজ্ঞান ও শিল্পের পর্যায়ে চলে যায়। তাতে আকর্ষণ কমে যায়।’’ ২০২১ সালে পঞ্চমবার বিশ্বচ্যাম্পিয়নশিপ জেতার পরেও খেতাবি লড়াই থেকে সরে দাঁড়িয়েছিলেন কার্লসেন। বিশ্বচ্যাম্পিয়ন হয়ে গুকেশ তাঁর চ্যালেঞ্জার হতে চাইলেও জানিয়ে দেন, তিনি এই সার্কাসে যোগ দেবেন না।