প্রতিবেদন: পুজো শেষ। রবিবাসরীয় দুপুরে শহর কলকাতায় পুজো কার্নিভাল। যেখানে অংশ নেবে শহর ও শহরতলির সেরা পুজোগুলি। একইসঙ্গে কলকাতা ও আশপাশের সেরা প্রতিমাগুলি দেখার সুযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে দুর্গোৎসব থেকে পুজো কার্নিভাল এখন গোটা বিশ্বের আকর্ষণের কেন্দ্রবিন্দু। দেশ-বিদেশের অতিথিরা এবারও আসছেন রেড রোডের কার্নিভালে। জোরকদমে চলছে প্রস্তুতি।
আরও পড়ুন-নিরঞ্জনপর্বে গঙ্গাপাড়ে জোর সাফাই অভিযান পুরসভার
অতিথি-অভ্যাগত থেকে শুরু করে বিশিষ্ট ও সাধারণ মানুষের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করেছে পুলিশ। রবিবার কার্নিভাল উপলক্ষে শহরের কয়েকটি রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। রবিবার দুপুর ২টোয় শুরু হবে কার্নিভাল। দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এজেসি বোস রোড ধরে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোড পর্যন্ত রাস্তায় সমস্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ। আবার দুপুর ২টো থেকে কার্নিভালের শেষ পর্যন্ত হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন পর্যন্ত খিদিরপুর রোডের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিদ্যাসাগর সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। দুপুর ২টো থেকে জওহরলাল নেহরু রোড ক্রসিং থেকে মেয়ো রোড এবং রেড রোড, লাভার্স লেন, কুইন্সওয়ে, পলাশি গেট রোড, এসপ্ল্যানেড পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। পথচারিরা এজেসি বোস রোড, চৌরঙ্গি রোড, আউট্রাম রোড, মেয়ো রোড বা আর আর অ্যাভিনিউ ধরে রেড রোডে পৌঁছবেন।