নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক থেকে বাতিল হওয়ার জন্য বিনেশ ফোগটকেই (Vinesh Phogat) দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক ক্রীড়া আদালত তথা ক্যাস। ভারতীয় কুস্তিগির যে পদক পাচ্ছেন না, সেটা ক্যাস আগেই জানিয়ে দিয়েছিল। সোমবার ২৪ পাতার বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে ক্যাস। সেই রিপোর্টে বলা হয়েছে, ‘‘ওজনের সর্বোচ্চ সীমা কতটা হবে, সেই নিয়ম স্পষ্ট এবং প্রতিটি ক্রীড়াবিদের জন্য সমান। এক গ্রাম ওজন বেশি হলেও ক্রীড়াবিদকে বাতিল করা হয়।’’ ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ‘‘আবেদনকারীর (বিনেশ) ওজন যে সর্বোচ্চ সীমার বেশি ছিল, তা নিয়ে কোনও দ্বিমত নেই। শুনানিতে আবেদনকারী নিজেই এই কথা স্বীকার করেছেন। উনি জানিয়েছিলেন, ঋতুস্রাব চলার কারণে জল খাওয়া ও শরীরে জল থাকার জন্য ওজন বেশি হয়েছিল। এই যুক্তি মানা যায় না। উনি নিজের ইচ্ছায় ৫০ কেজি বিভাগে অংশ নিয়েছিলেন। তাই ওজন ঠিক রাখার দায়িত্ব আবেদনকারীরই ছিল।’’
আরও পড়ুন- ফের সিকিমে ভয়াবহ ভূমিধস, পাওয়ার হাউসে ব্যাপক হারে ক্ষতি
এদিকে, দেশে ফেরার পর থেকেই রাজকীয় অভ্যর্থনা পেয়েছেন বিনেশ (Vinesh Phogat)।এবার তাঁর গ্রাম বলালির সংবর্ধনা অনুষ্ঠান চলাকালীন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন বিনেশ। মঞ্চের মধ্যেই কয়েক মুহূর্তের জন্য জ্ঞান হারিয়ে ফেলেন। মঞ্চে বজরং পুনিয়া ও কাকা মহাবীর ফোগটের মাঝখানে বসে ছিলেন বিনেশ। কিন্তু শুরু থেকেই তাঁকে দেখে মনে হচ্ছিল অস্বস্তিতে রয়েছেন। দেখা যায় বিনেশের শরীর সোফায় এলিয়ে পড়েছে। ওই সময় মঞ্চে উপস্থিত সবাইকে রীতিমতো উদ্বিগ্ন দেখিয়েছে। যদিও কয়েক মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নেন বিনেশ।