প্রতিবেদন : টলিপাড়ার শিল্পী ও কলাকুশলীদের ফেডারেশনের (Federation) বিরুদ্ধে মূল মামলাই খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Kolkata Highcourt)। বুধবার এই মামলা খারিজের পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, এই সমস্যার সমাধান এখানে সম্ভব নয়।
আরও পড়ুন-মাদ্রাসা সার্ভিস কমিশন কাটল নিয়োগ-জট
এর আগে ফেডারেশনের বিরুদ্ধে দুটি আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল। তাঁরা এই নিয়ে ১৭ নভেম্বর হলফনামা দেবে। রাজ্যের তরফ থেকে ২৭ জনের নাম নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। তাতে বিচারপতি বলেন, প্রত্যেক পক্ষ থেকে একজন করে প্রতিনিধি দিন।