১০ তৃণমূল নেতা-নেত্রীর বিরুদ্ধে মামলা খারিজ

ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ-সহ ১০ জন তৃণমূল সাংসদ এবং নেতা-নেত্রীর বিরুদ্ধে দিল্লি পুলিশের দায়ের করা মামলা খারিজ করে দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।

Must read

প্রতিবেদন : আবারও মুখ পুড়ল বিজেপি এবং দিল্লি পুলিশের (Delhi Police)৷ ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ-সহ ১০ জন তৃণমূল সাংসদ এবং নেতা-নেত্রীর বিরুদ্ধে দিল্লি পুলিশের দায়ের করা মামলা খারিজ করে দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। অভিযোগমুক্ত করল ১০ জনকেই।

আরও পড়ুন-দিল্লির ‘জয় হিন্দ কলোনি’-তে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

বিজেপি এবং দিল্লি পুলিশের ষড়যন্ত্রে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়ান, ডেপুটি লিডার সাগরিকা ঘোষ, সাংসদ দোলা সেন, নাদিমুল হক, সাকেত গোখলে, প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ, আবিররঞ্জন বিশ্বাস, বিবেক গুপ্তা, শান্তনু সেন এবং ছাত্রনেতা সুদীপ রাহার বিরুদ্ধে দায়ের করা হয়েছিল একটি মামলা। দিল্লি পু্লিশের তরফে দায়ের করা এই মামলায় ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় অভিযোগ করা হয়েছিল, ২০২৪ সালের ৮ এপ্রিল দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সামনে ধরণা-প্রদর্শন করতে গিয়ে বিধিভঙ্গ করেছেন এই তৃণমূল নেতা-নেত্রীরা৷ তাঁদের বিরুদ্ধে আদালতে চার্জশিটও পেশ করেছিল দিল্লি পুলিশ৷ সমন পেয়ে এই মামলায় আদালতে হাজিরাও দিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়ান-সহ ১০ নেতা-নেত্রী৷ সেই সময়ে তাঁদের পক্ষে সওয়াল করেছিলেন আইনজীবী কুণাল মিমানি এবং শ্রদ্ধা চিরানিয়া৷ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সদর দফতরের সামনে ধরণা প্রদর্শনের সময়ে কোনওভাবেই বিধিভঙ্গ বা শান্তিভঙ্গ করেননি তৃণমূল প্রতিনিধি দলের সদস্যরা, সাফ জানান এই দুই আইনজীবী৷

Latest article