ঘোষণার ২০ ঘণ্টার মধ্যে মামলা, সুপ্রিম-লড়াইয়ে তৃণমূল

Must read

প্রতিবেদন : বাংলার মানুষের ভোটাধিকার রক্ষায় সুপ্রিম-লড়াইয়ে যাবেন বলে গঙ্গাসাগর থেকে ঘোষণা করেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণার ২০ ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করল তৃণমূল। এসআইআর-সংক্রান্ত পুরনো মামলার সঙ্গেই যুক্ত হবে এই মামলা। নির্বাচন কমিশনের এসআইআর-প্রক্রিয়ার নির্দিষ্ট ভুল তুলে ধরে এবার নতুন করে পিটিশন জমা করা হল। মঙ্গলবার তৃণমূলের তরফে কমিশনের চলতি এসআইআর-প্রক্রিয়ায় হোয়াটসঅ্যাপে নির্দেশিকা জারি-সংক্রান্ত অভিযোগ তুলে ধরা হয়েছে সুপ্রিম কোর্টে। এ-ছাড়াও এসআইআরের শুনানি-পর্বে যেভাবে সাধারণ বৈধ ভোটারদের হয়রানির শিকার হতে হচ্ছে, সেই প্রসঙ্গেরও উল্লেখ করে পিটিশন দাখিল করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। নির্বাচন কমিশন এসআইআরের যে গাইডলাইন তৈরি করেছে তা নিয়ে প্রশ্ন তোলা হয় নতুন পিটিশনে। ১০১ পাতার একটি পিটিশন দাখিল করা হয় এদিন।

আরও পড়ুন- হিয়ারিং-আতঙ্কে মৃত্যু ৩ জনের, শোকার্ত পরিবারের পাশে তৃণমূল

Latest article