নয়াদিল্লি : রাজনৈতিক দলগুলির খয়রাতি নিয়ে কেন্দ্রের দোষারোপ ও পাল্টা যুক্তির জোরদার চর্চার মধ্যেই সুপ্রিম কোর্টে শুরু হয়েছে এই সংক্রান্ত মামলার শুনানি। সেখানেই ডিএমকের তরফে বলা হয়, কেন্দ্রীয় সরকার বড় কর্পোরেট সংস্থাগুলির যে ঋণ মকুব করেছে সেটিও খয়রাতি কি না, তা বিবেচনা করে দেখুক আদালত।
আরও পড়ুন-মোদি সরকারকে খোঁচা গড়করির, সরকার সময়মতো সিদ্ধান্ত নিতে পারে না
প্রসঙ্গত, বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানিতে ডিএমকের তরফে বলা হয়, রাজ্যের প্রান্তিক, গরিব এবং অসহায় মানুষের জীবনযাত্রার উন্নয়নের জন্যই নানা প্রকল্প চালু করে রাজ্য সরকার। সেগুলিকে ফ্রিবিস বা খয়রাতি বলে মন্তব্য করা উচিত নয়। প্রান্তিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষকে সহায়তা দেওয়া জনকল্যাণমূলক রাষ্ট্রের দায়িত্ব।