এবার বাড়িতে ঢুকে খুনের হুমকি সলমনকে, শুরু তদন্ত

Must read

ফের বলিউডের ভাইজানকে (Salman Khan) প্রাণ মারার হুমকি। মুম্বইয়ের ওরলি পরিবহণ বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে সলমন খানকে বাড়িতে ঢুকে খুন এবং বোমায় গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি মেসেজটি পাঠানো হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই ওরলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন-আম্বেদকরের জন্মদিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, ন্যায়-সাম্যের বার্তা অভিষেকেরও

সলমনকে (Salman Khan) খুনের হুমকির মাঝেই তাঁর বান্দ্রার বাড়ির সংস্কার করা হয়। এই মুহূর্তে উচ্চ প্রযুক্তির নিরাপত্তা রয়েছে, জানলার কাঁচ বুলেটপ্রুফ, রয়েছে সিসি ক্যামেরা, ২৪ ঘণ্টা নজরদারি চলছে সমনের বাড়িতে। তারপরেও একের পর এক খুনের হুমকি। চিন্তা বাড়ছে পুলিশের।

Latest article