বিচারপতির বাড়িতে টাকার পাহাড়, হল প্রাইজ-পোস্টিং

Must read

প্রতিবেদন : এবার বিচারপতির বাড়িতে টাকার পাহাড়! দুর্নীতির গন্ধ পেয়েই তড়িঘড়ি দিল্লি হাইকোর্টের বিচারপতিকে প্রাইজ-পোস্টিং দিল সুপ্রিম কোর্টের কলোজিয়াম। কয়েক ঘণ্টার সিদ্ধান্তে ওই বিচারপতিকে পাঠিয়ে দেওয়া হল এলাহাবাদ হাইকোর্টে।
জানা গিয়েছে, দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার (Justice Yashwant Varma) সরকারি বাংলোয় আগুন লেগেছিল বৃহস্পতিবার। বিচারপতি তখন ছুটিতে শহরের বাইরে ছিলেন। পরিবারের সদস্যরা দমকল এবং পুলিশকে খবর দেন। দমকল এসে আগুন নেভানোর পরই বিপুল অঙ্কের নগদ টাকা উদ্ধার হয় বাংলোর একটি ঘর থেকে।
এই খবর পাওয়ামাত্র দ্রুত ওই বিচারপতি বর্মাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট কলোজিয়াম। শুক্রবার সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কলেজিয়াম জরুরি বৈঠক ডাকে। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে বিচারপতি ভার্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০২১ সালের অক্টোবরে এলাহাবাদ হাইকোর্ট থেকেই দিল্লি হাইকোর্টে বদলি হয়েছিলেন বিচারপতি ভার্মা (Justice Yashwant Varma)। সূত্রের খবর, কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইতিমধ্যেই বদলির সুপারিশ পাঠিয়ে দিয়েছেন।

আরও পড়ুন-মহিলাদের বিরুদ্ধে অপরাধ রুখতেই অপরাজিতা বিল, রাষ্ট্রপতির কাছে আবেদন তৃণমূলের সংসদীয় দলের

তবে উল্লেখ্য, ১৯৯৯ সালে সুপ্রিম কোর্টের দেওয়া অভ্যন্তরীণ তদন্ত পদ্ধতি অনুযায়ী, কোনও বিচারপতির বিরুদ্ধে সন্দেহজনক দুর্নীতি, অসদাচরণ বা শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠলে প্রধান বিচারপতি প্রথমে বিচারপতির জবাব তলব করবেন। সন্তোষজনক উত্তর দিতে না পারলে তদন্ত প্যানেল গঠন করা হবে। কিন্তু এক্ষেত্রে সেসবের তোয়াক্কা না করে প্রথমেই অভিযুক্ত বিচারপতিকে কার্যত প্রাইজ-পোস্টিং দিয়ে দেওয়া হল। যদিও সুপ্রিম কোর্ট কলোজিয়ামের বৈঠকে একাংশের মত ছিল, বিষয়টি শুধু বদলির মধ্যে সীমাবদ্ধ থাকলে বিচারবিভাগের ভাবমূর্তিতে বিরূপ প্রভাব পড়বে এবং প্রতিষ্ঠানের ওপর আস্থাও কমে যাবে। এই আবহে বিচারপতি ভার্মাকে পদত্যাগ করতে বলার প্রস্তাবও পেশ করা হয়েছিল।

Latest article