অনলাইনে এবার জাতিগত শংসাপত্র

রাজ্যে এবার থেকে অনলাইনে ডিজিটাল জাতিগত শংসাপত্র মিলবে।

Must read

প্রতিবেদন : রাজ্যে এবার থেকে অনলাইনে ডিজিটাল জাতিগত শংসাপত্র মিলবে। আগামী ১ নভেম্বর থেকেই এই নতুন ব্যবস্থা চালু হবে বলে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর সূত্রে জানা গিয়েছে। এতদিন জাতিগত শংসাপত্রের জন্য অনলাইনে আবেদন জানানো গেলেও সংসাপত্র সংশ্লিষ্ট আবেদনকারীর হাতে দেওয়া হত। নতুন পদ্ধতিতে তা অনলাইনেই ডাউনলোড করে নেওয়া যাবে। হাতে হাতে জাতিগত শংসাপত্র আর দেওয়া হবে না। ডিজিটাল সার্টিফিকেট পাবেন উপভোক্তরা।

আরও পড়ুন-কাজের স্বচ্ছতা আনতে রাজ্যের দৃঢ় পদক্ষেপ, গ্রামোন্নয়নে এবার সোশ্যাল অডিট

অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ নভেম্বর থেকে এই পরিষেবা চালু হচ্ছে বলে জানা গিয়েছে। এর ফলে বেশ কিছু ক্ষেত্রে সুবিধা হবে বলে আধিকারিকরা জানিয়েছেন। প্রথমত, কম সময়ে অনলাইনে সেই সার্টিফিকেট পেয়ে যাবেন আবেদনকারীরা। দ্বিতীয় হল, আধিকারিকদের বাড়তি ঝক্কিও কমবে। দুয়ারে সরকার শুরু হওয়ার পর থেকে লক্ষ লক্ষ জাতিগত শংসাপত্র ইস্যু করে উপভোক্তাদের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। আবেদন করার পর ফর্মগুলি অনলাইনে যাচাই করা হয়। সইয়ের জন্য মহকুমা শাসকের কাছে পাঠানো হয়। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পরই আবেদনকারীকে ডেকে, তাঁর হাতে তা তুলে দেওয়া হয়।

আরও পড়ুন-২০ জন বাংলাদেশি মৎস্যজীবী উদ্ধার

এক আধিকারিক বলেন, এতদিন আবেদন পরীক্ষার পর সেটা অনুমোদন পাওয়ার পরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সইয়ের জন্য অপেক্ষা করতে হতে। এবারে তা আর হবে না।
একজন আবেদনকারীর সার্টিফিকেটে ডিজিটাল সই করে অনলাইনেই ছেড়ে দেওয়া হবে। তার ফলে সার্টিফিকেট ইস্যু করার পদ্ধতি অনেক দ্রুত হবে। তাছাড়া মহকুমা শাসককে এই হাজার হাজার সার্টিফিকেট সই করার জন্য সব কিছু ডাউনলোড করে প্রিন্ট বের করতে হত। এবারে সেসব আর করতে হবে না। ফলে অনেক কাগজ সাশ্রয় হবে। উপভোক্তাদের দিক দিয়ে সুবিধা হল, এই সার্টিফিকেট হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে না। কারণ শংসাপত্র অনলাইনেই থাকবে। যে কোনও সময় সেটা ডাউনলোড করে নেওয়া যাবে।

Latest article