সংবাদদাতা, জঙ্গিপুর : বৃষ্টিবিঘ্নিত ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের ফলাফল নিয়ে অনলাইন জুয়া খেলার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতর করল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ। নাম কৃষ্ণেন্দু রায়। বাড়ি রঘুনাথগঞ্জ থানার বালিঘাটা এলাকায়। রবিবার ভারত-পাকিস্তানের ‘লো স্কোরিং’ ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনা ছিল। একদম শেষ ওভারে বাজিমাত করে ভারত। ভারত কম রান করলেও পাকিস্তান নিয়মিত ব্যবধানে উইকেট হারানো এবং রানের গতি বাড়াতে না পারায় জুয়াড়িদের বাজির দরে কখনও পাকিস্তান কখনও বা ভারত এগিয়েছিল।
আরও পড়ুন-ডেঙ্গি মোকাবিলায় উদ্যোগী পুরনিগম
রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক বলেন, রবিবার রাতে ম্যাচ চলাকালীন খবর পাই কয়েকজন যুবক সদরঘাট এলাকায় ভাগীরথী নদীর ধারে বসে অনলাইনে ম্যাচের ব্যাটিং করছে। পুলিশের একটি দল হানা দেয়। পুলিশকে দেখে কয়েকজন যুবক পালিয়ে গেলেও কৃষ্ণেন্দুকে পুলিশ ধরে ফেলে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোন। এটির মাধ্যমেই বেটিং করা হচ্ছিল। নগদ কোনও টাকা মেলেনি।