প্রতিবেদন : বর্ষায় বিদুৎস্পৃষ্টের ঘটনা রুখতে বড়সড় পদক্ষেপ নিল পুরসভা। শহরের প্রতিটি বিদুৎ স্তম্ভকে পাতলা পলিথিনের শিট দিয়ে মুড়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই তৎপরতার সঙ্গে কাজ শুরু করে দিয়েছে কলকাতা পুরসভা।
আরও পড়ুন-ধোনি-গড়ে জয়ের হ্যাটট্রিক দিল্লির
পুরসভার বিদ্যুৎ বিভাগের মেয়র পরিষদ সন্দীপন বক্সি জানান, আগামী ১৪ এপ্রিল থেকে সব বিদুৎ স্তম্ভকে পলিথিনের শিট দিয়ে গোড়া থেকে অন্তত সাত ফুট মুড়ে দেওয়া হবে। তিনি জানান, প্রায় ৩ লাখ বিদ্যুৎ স্তম্ভ রয়েছে শহরের গলি থেকে রাজপথে। সব বিদুৎস্তম্ভই বিদ্যুৎ নিরোধক। কিন্তু জমা জলে যাতে সঙ্কট তৈরি না হয়, তা রুখতে পলিথিন শিট দিয়ে মুড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদফা সমীক্ষা হয়েছে। আরেকদফা সমীক্ষা হবে। পাশাপাশি চলবে প্রচার। প্রতিটি বিদ্যুৎস্তম্ভর গায়ে বিপজ্জনক চিহ্ন লাগিয়ে দেওয়া হবে।