কলকাতা পুলিশের তদন্তকে মান্যতা দিল সিবিআই

Must read

প্রতিবেদন : আরজি কর খুন-ধর্ষণ মামলায় কলকাতা পুলিশের (Kolkata Police) তদন্তকেই মান্যতা দিল সিবিআই। কলকাতা পুলিশের পথে হেঁটেই পরবর্তী তদন্ত শেষ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতে কলকাতা পুলিশের হাতে ধৃত সঞ্জয় রাইকে একমাত্র অভিযুক্ত হিসেবে তুলে ধরেছে তারা। গত বছর ৯ অগাস্ট ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই সঞ্জয়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ (Kolkata Police)। তারপর এই মামলায় নতুন করে আর কাউকে গ্রেফতার করেনি সিবিআই। সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করেছেন শিয়ালদহ আদালত। এতে প্রমাণ হয়ে গেল কলকাতা পুলিশের তদন্তই সঠিক ছিল বক্তব্য তৃণমূল কংগ্রেসের। সঞ্জয়কে গ্রেফতার করাটা সঠিক ছিল। দলের বক্তব্য, যারা একটা সময় সিবিআই তদন্তের দাবি করেছিল তারা এখন বলছে সিবিআইকে পছন্দ নয়! অথচ দেখা গেল সিবিআই আদালতেও কলকাতা পুলিশের গ্রেফতারি ও তদন্তকেই মান্যতা দিয়েছে। কিছু লোক রাজনৈতিক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিল। মুখ্যমন্ত্রী নিজে কিছুটা সময় চেয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে এর চরম সাজা অর্থাৎ ফাঁসির দাবি আদালতে কলকাতা পুলিশ দাবি করবে। রাজ্য সরকার সবরকম উদ্যোগ নিয়েছিল। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুখ্যমন্ত্রীকে এবং রাজ্য সরকারকে মেলাইন করতে বাম-অতিবাম ও কিছু অন্ধ তৃণমূল-বিরোধী এবং এক শ্রেণির চিকিৎসক উঠে-পড়ে লেগেছিল। এরা মানুষের আবেগকে কাজে লাগিয়ে তাদের ভুল পথে চালিত করেছিল। আদালতে সিবিআইয়ের পেশ করা তথ্য এবং সঞ্জয় রায়কেই প্রধান অভিযুক্ত হিসেবে তুলে ধরা ও আদালতের মান্যতা দেওয়ার মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেল কলকাতা পুলিশ ১২ ঘণ্টার মধ্যেই সঠিক তদন্ত করে সঞ্জয়কে গ্রেফতার করেছিল। তারা সঠিক পথেই তদন্ত করেছিল। কলকাতা ও রাজ্য পুলিশের দক্ষতা প্রশ্নাতীত।

আরও পড়ুন- অপরাধীদের রেয়াত করা হবে না, সাজ্জাককে এনকাউন্টারের পর জানালেন এডিজি

Latest article