প্রতিবেদন : বিরোধীরা একদিকে সিবিআই তদন্ত নিয়ে গলা ফাটাচ্ছেন, বিপরীতে আদালতে বারবার মুখ পুড়ছে কেন্দ্রীয় এজেন্সির। তাদের দক্ষতা ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন বিচারপতিরা। সিবিআই আধিকারিকদের ভরা আদালতে বিচারপতিদের তীব্র ভর্ৎসনার মুখে পড়াটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবারও নিয়োগ দুর্নীতি মামলায় তার পুনরাবৃত্তি হল।
আরও পড়ুন-শিশুকে মৃত্যুর মুখ থেকে ফেরাল পিজি
আলিপুরের বিশেষ আদালতে কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, শান্তিপ্রসাদ সিনহাদের পেশ করা হয়। শুনানি চলাকালীন বিচারক তদন্তকারী অফিসারদের প্রশ্ন করেন, ‘আপনারা দীর্ঘদিন বলে আসছেন, অজানা মানুষদের কথা। তাঁদের সঙ্গে নাকি ধৃতদের প্রত্যক্ষ যোগাযোগ আছে। তাঁরা পর্দার পিছনে থেকে কাজ করেছেন। কিন্তু তাঁরা কারা? অবিলম্বে জানাতে হবে আদালতকে।’ বিচারকের স্পষ্ট বার্তা, এসব বলে বেশিদিন ধৃতদের আটকে রাখতে পারবেন না! তাঁর প্রশ্ন, আপনারা গ্রাউন্ডে গিয়ে কেন তদন্ত করছেন না? কবে সেটা করবেন? উত্তরে সিবিআই আইনজীবী জানান, যেহেতু এই দুর্নীতির ব্যাপ্তি বিরাট, তাই সবটা গুছিয়ে আনতে সময় লাগছে। তাঁরা তদন্তের মধ্যেই আছেন। বিচারপতির কাছে কেস ডায়েরিও জমা দিয়ে এক নম্বর পাতায় উল্লিখিত নামগুলো দেখতে বলেন। জানান, এই নাম প্রকাশ্য আদালতে বলা যাবে না! এরপর বিচারক কেস ডায়েরি পড়ে দেখেন।