বঙ্গ

দায়িত্ব নেওয়ার পর সূত্র হাতড়ে বেড়াচ্ছে, আর কারা জড়িত জানাতে ব্যর্থ এজেন্সি

প্রতিবেদন : আরজি কর-কাণ্ডে (R G Kar- CBI) ১০ দিন ধরে তদন্তের পর এখনও দিশেহারা সিবিআই। তদন্তে নেই কোনও অগ্রগতি। এতদিন পরও কার্যত অথৈ জলে সিবিআইয়ের গোয়েন্দারা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছেন সিবিআই আধিকারিকরা। কিন্তু তাতেও তদন্তের অগ্রগতি সম্পর্কে কোনও দিশা দেখাতে পারেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গত ১৩ অগাস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই আরজি কর-কাণ্ডের তদন্তভার হাতে নেয় সিবিআই। কিন্তু তারপর থেকে নতুন কোনও গ্রেফতার তো দূর-অস্ত্, এখনও পর্যন্ত অকাট্য প্রমাণও জোগাড় করতে পারেননি সিবিআইয়ের গোয়েন্দারা। এদিকে ঘটনায় একমাত্র ধৃত সঞ্জয় রায়কে শুক্রবার শিয়ালদহ আদালতে পেশ করালে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। সেইসঙ্গে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের জন্য সিবিআইয়ের তরফে যে আবেদন করা হয়েছিল, সেই আবেদনও মঞ্জুর করা হয়েছে বলে আদালত সূত্রে খবর। শুধু সঞ্জয় নয়, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ চার জুনিয়র চিকিৎসকেরও পলিগ্রাফ টেস্টের অনুমোদন মিলেছে আদালতের তরফে। সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে তৃণমূলও। শুক্রবার এবিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, মাঝপথে ঘটনার তদন্ত কলকাতা পুলিশের হাত থেকে সিবিআইয়ের (R G Kar- CBI) হাতে গিয়েছে। কিন্তু তারপর থেকে সিবিআই কী করছে? মাত্র একজন ধৃতকেও কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল। তাহলে সিবিআই রেজাল্টটা কোথায় দিচ্ছে? সুপ্রিম কোর্টেও সিবিআই এমন কিছুই বলতে পারেনি, যাতে মনে হয় তদন্তটা কিনারার দিকে এগোচ্ছে। শুক্রবার মূল অভিযুক্তকে আদালতে পেশ করার সময় আমরা এক্সপেক্ট করেছিলাম, সিবিআই স্পষ্টভাবে বলবে যে এই খুনি। চার্জশিট পেশ করে ফারদার ইনভেস্টিগেশনের দাবি জানাবে। কিন্তু আজও অভিযুক্তকে কোর্টে পেশ করার সময় সিবিআই নিশ্চিত করে বলতে পারেনি সেই-ই একমাত্র খুনি নাকি আরও কেউ আছে! সিবিআইয়ের এই বিলম্বের কারণে বিচার পিছিয়ে যাচ্ছে, পাশাপাশি বিভিন্ন ধরনের ভুয়ো খবর ছড়ানো ও রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে।
৯ অগাস্ট আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পরই সিট গঠন করে তদন্তে নামে কলকাতা পুলিশ। ১২ ঘণ্টার মধ্যেই গ্রেফতার হয় ঘটনায় মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। আদালতে পেশ করিয়ে সঞ্জয়কে পুলিশ হেফাজতেও নেওয়া হয়। কিন্তু ১৩ অগাস্ট হাইকোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব নেয় সিবিআই। লালবাজারের তরফে ধৃত সঞ্জয়-সহ সমস্ত তথ্যপ্রমাণ তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। একইসঙ্গে ঘটনায় ভূরি ভূরি অভিযোগ ওঠে আরজি করের সদ্য-প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধেও। তদন্তভার নেওয়ার পর টানা ৮ দিন ধরে সেইসব অভিযোগের ভিত্তিতে সন্দীপকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। কিন্তু এখনও পর্যন্ত তদন্তে কোনওরকম অগ্রগতির খবর শোনাতে পারেননি সিবিআই আধিকারিকরা। এদিকে সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে আদালতের তরফে সন্দীপ-সহ আরও ৪ জুনিয়র চিকিৎসক, যাদের সঙ্গে ঘটনার রাতে খাবার খেয়েছিলেন নির্যাতিতা, তাঁদেরও পলিগ্রাফ টেস্টের অনুমতি মিলেছে। পাশাপাশি শুক্রবার ধৃত সঞ্জয় রায়ের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হলে তাকে শিয়ালদহ আদালতে পেশ করে সিবিআই। বিচারক সঞ্জয়কে জেল হেফাজতের নির্দেশের সঙ্গে তার পলিগ্রাফ টেস্টেরও আবেদন মঞ্জুর করেছেন।

আরও পড়ুন- ওবিসি সার্টিফিকেট ইস্যুতে সুপ্রিম-রায়ে নৈতিক জয় রাজ্যের

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

56 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago