প্রতিহিংসা! দায় চাপিয়ে সোনমের বিরুদ্ধে সিবিআই

Must read

নয়াদিল্লি: লাদাখের হিংসার জন্য পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে (sonam wangchuk) দায়ী করল মোদি সরকার। এর পাশাপাশি শুরু হয়ে গেল চেনা ছকের প্রতিহিংসার রাজনীতি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই সমাজকর্মীর বিরুদ্ধে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনে এফসিআর-এ তদন্ত করার কথা জানাল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। তাঁর অলাভজনক সংস্থার বিদেশি অনুদান গ্রহণের অনুমতি বাতিল করা হল। এর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আরব বসন্তের কায়দায় লাদাখের বিক্ষোভে উসকানি দিয়ে গিয়েছেন সোনম (sonam wangchuk)। সেইসঙ্গে নেপালের জেন-জি আন্দোলনের উল্লেখ করে জনগণকে বিভ্রান্ত করতে চেয়েছেন। কেন্দ্রের বিবৃতিতে আরও বলা হয়েছে, সোনমের উস্কানিমূলক বক্তৃতায় প্ররোচিত হয়ে একদল জনতা অনশনস্থল ত্যাগ করে হিংসাত্মক আন্দোলনে যোগ দেন। এক রাজনৈতিক দলের কার্যালয়ের পাশাপাশি লেহ-এর সরকারি দফতরেও হামলা চালানো হয়েছে। হামলার এই গতিপ্রকৃতি দেখে এটা স্পষ্ট যে, সোনম ওয়াংচুকের উসকানিমূলক মন্তব্যের কারণেই জনতা প্রভাবিত হয়ে হিংসায় জড়িয়েছেন। সোনমের পাশাপাশি লাদাখের বিক্ষোভে অংশগ্রহণ করার জন্য অভিযোগ আনা হয়েছে স্থানীয় কংগ্রেস কাউন্সিলর ফুন্টসগ স্ট্যানজিন সেপাগের বিরুদ্ধে।

আরও পড়ুন-সিবিএসই: দশম ও দ্বাদশের সম্ভাব্য সূচি

Latest article