বঙ্গ

ঠিক পথেই ছিল কলকাতা পুলিশ, সঞ্জয় রাই একাই ধর্ষক-খুনি, ৫৮ দিন বাদে চার্জশিটে জানাল সিবিআই

প্রতিবেদন : কলকাতা পুলিশের তদন্তকে মান্যতা দিল সিবিআই। ৫৮ দিন বাদে আরজি করে (R G Kar Case) ডাক্তার তরুণীর ধর্ষণ-খুনের ঘটনায় চার্জশিট জমা দিল সিবিআই। সেখানে তারা স্পষ্ট জানিয়েছে, তরুণীর ধর্ষক ও খুনি একা সঞ্জয় রাই। দ্বিতীয় কোনও ব্যক্তির খোঁজ এখনও তারা পায়নি। গণধর্ষণের ঘটনাও ঘটেনি। অর্থাৎ ৯ অগাস্ট ঘটনার ১২ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিশ যে-পথে তদন্ত করে সঞ্জয় রাইকে গ্রেফতার করেছিল, ঠিক সে-কথাই জানাতে সিবিআইয়ের লাগল ৫৮ দিন! এখানেই উঠেছে একাধিক প্রশ্ন। এই ঘটনার পর রাজ্য সরকারকে বদনাম করতে যেভাবে মাঠে নেমেছিল বিরোধীরা এবার তারা কী বলবে? সোমবার শিয়ালদহ আদালতে ২১৩ পাতার প্রথম চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এদিন সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ লিখেছেন, ডাক্তারদের গোষ্ঠী-রাজনীতি, নাটক, নানা গল্প চলবে। হয়তো পরে অন্য নাম জুড়বে। মানুন, কলকাতা পুলিশ ঠিক পথেই ছিল। সিবিআইয়ের চার্জশিট জমা পড়ার পর স্পষ্ট বোঝা যাচ্ছে আরজি করের অভ্যন্তরে ডাক্তারদের নিজস্ব লড়াই-রাজনীতি-গোষ্ঠী বিন্যাস এ-সবের পাকেচক্রেই ঘটেছে ঘটনা। অথচ রাজ্য সরকারকে, কলকাতা পুলিশকে শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করতে পরিকল্পিতভাবে মাঠে নেমেছিল বিজেপি, সিপিএম, কংগ্রেস ও অতি-বামেরা। এই ঘটনাকে সামনে রেখে সরকারকে বিপাকে ফেলার— রাজ্যকে অচল করার নানা চক্রান্ত ও ষড়যন্ত্র।

আরও পড়ুন- ১৫ অক্টোবরের মধ্যে নিরাপত্তার ৯০% কাজ শেষ, অবস্থান তুলুন ডাক্তাররা : মুখ্যসচিব

এ-বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, তদন্তভার হাতে পাওয়ার ৫৮ দিনের মাথায় প্রথম চার্জশিট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃত সিভিক ভলান্টিয়ারই ধর্ষক ও খুনি, চার্জশিটে উল্লেখ সিবিআইয়ের। সিবিআই চেয়েছিলেন নির্যাতিতার বাবা-মা, চেয়েছিলেন জুনিয়র ডাক্তাররাও। সিবিআইয়ের চার্জশিটে একজন মাত্র যাকে দোষী প্রমাণ করা হয়েছে তাকে ঘটনার ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এটাও তো জাস্টিস! তাহলে উই ওয়ান্ট জাস্টিসের মতো একটি গুরুত্বপূর্ণ স্লোগানকে সামনে রেখে সিপিএম, নকশাল, ডিএসও-র উসকানিতে কেন জুনিয়র ডাক্তাররা সব কিছু ব্যাহত করছেন? সরকারকে কালিমালিপ্ত করছেন? জুনিয়র চিকিৎসকদের একাংশের মধ্যেই মতবিরোধ, গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। নির্যাতিতার বাবা-মাকে হাতজোড় করে কুণালের অনুরোধ, আপনারা মনোকষ্টের মধ্যে রয়েছেন। তবুও বলব, পুজোর ক’টা দিন আপনারা যে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন, অনুরোধ করব, করবেন না। আদালতের উপর ভরসা রাখুন।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

1 minute ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago