জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের (Satya pal Malik) বাড়িতে সিবিআই আধিকারিকরা (CBI)। বিমা দুর্নীতি মামলায় সমন পাঠানো হলেও হাজিরা না দেওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য এবার সত্যপালের বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, এই মামলা সংক্রান্ত বেশকিছু প্রশ্নের উত্তর জানতেই শুক্রবার ১১টা ৪৫ মিনিটে দিল্লির সোম বিহারে তাঁর বাড়িতে পৌঁছন আধিকারিকরা। যদিও বিরোধীদের অভিযোগ, পুলওয়ামা কাণ্ডে সরকার বিরোধী মন্তব্যের জন্যই মোদি সরকারের প্রতিহিংসার শিকার প্রাক্তন রাজ্যপাল।
আরও পড়ুন: বাংলার মানুষ বনধ সমর্থন করে না, বিজেপিকে একহাত নিয়ে বললেন অভিষেক
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের সরকারি কর্মীদের জন্য একটি মেডিক্যাল স্কিম চালু করেছিল রিলায়েন্স। ২০১৮ সালে সেখানকার রাজ্যপাল থাকাকালীন সেই সংক্রান্ত চুক্তি বাতিল করেছিলেন সত্যপাল (Satya pal Malik)। বিমা স্কিমটিতে গরমিলের অভিযোগ তোলেন তিনি। এই মামলায় অনিল আম্বানির রিলায়েন্স জেনারেল বিমা এবং ত্রিনিতি রিইনসিওরেন্স ব্রোকারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই। সেই মামলা সংক্রান্ত কিছু প্রশ্নের জবাবের খোঁজেই সত্যপাল মালিককে সম্প্রতি সমন পাঠিয়েছিল CBI। ২৮ এপ্রিল শুক্রবার ছিল তাঁর হাজিরার দিন। তবে তিনি হাজিরা না দেওয়ায় এদিন সত্যপালের বাড়িতে পৌঁছলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা।