প্রতিবেদন : আরজি কর-কাণ্ডে সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস৷ ৫ দিন আগে গত ১৪ অগাস্ট আরজি কর-কাণ্ডের তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই৷ তারপরেও তদন্তে কোনও অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না৷ কেন? প্রশ্ন তুলেছে তৃণমূল৷ এই প্রসঙ্গেই দলের প্রশ্ন, কেন সিবিআই কোনও আপডেট দিচ্ছে না? কেন রাজ্য সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না সিবিআই? তৃণমূল কংগ্রেসের আরও প্রশ্ন, আরজি কর-কাণ্ডে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ৷ গত ৫ দিনে সিবিআই সমন জারি করে নতুন কাউকে জেরাও করেনি৷ তা হলে সিবিআই করছেটা কী? সরাসরি প্রশ্ন তোলা হয়েছে তৃণমূলের তরফে৷
আরও পড়ুন-ক্রিকেটের আঁতুড় ঘরে কর্তা সৌরভ এবার এরিয়ান সভাপতি
দলের অভিযোগ, সিবিআই মাথা নিচু করে রাজ্য সরকারের বিরুদ্ধে বিজেপির তৈরি ভুয়ো প্রচারকে ফলাও করে ছড়ানোর সুযোগ করে দিচ্ছে৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নীরবতাকে কাঠগড়ায় তুলে সিবিআইয়ের ভূমিকা নিয়ে তৃণমূলের প্রশ্ন, তাহলে কি গোটা ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে সিবিআই? অবিলম্বে সাংবাদিক সম্মেলন করে সিবিআই তাদের তদন্তের গতিপ্রকৃতি জনসমক্ষে প্রকাশ করুক, দাবি জানিয়েছে তৃণমূল৷ তাত্পর্যপূর্ণ হল, তৃণমূুল কংগ্রেসের দুই রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষ এবং সাকেত গোখেল সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সরাসরি নিশানা করেছেন বিজেপিকে৷ আরজি কর-কাণ্ডে সিবিআই তদন্ত চলার পরেও কেন কোনও আপডেট দেওয়া হচ্ছে না, প্রশ্ন তুলে সাগরিকা ঘোষের তোপ, আমরা চাই দ্রুত ন্যায়বিচারের ব্যবস্থা করা হোক৷ আমরা কোনওভাবেই সিবিআইয়ের নিষ্ক্রিয়তার সুযোগে বিজেপিকে এই ঘটনার রাজনৈতিক ফায়দা নিতে দেব না৷
একই সুরে সিবিআইয়ের নিষ্ক্রিয়তা নিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল৷ তাঁর অভিযোগ, বিজেপির টুলকিটের মাধ্যমে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে- এখানে একটিই অ্যাজেন্ডা— সরকার ফেলে দেওয়া৷ এখানে বিজেপির তরফে একটি সংগঠিত প্রচারাভিযান চালানো হচ্ছে৷ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে হাইজ্যাক করেছে বিজেপি৷ সাকেত গোখেলের অভিযোগ, বিজেপির আইটি সেলের তরফে রাজ্য সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিক অপপ্রচার চালানো হচ্ছে৷ তা না হলে ৪ দিনে ২ লক্ষ পোস্ট হল কী করে? এই পোস্টগুলির অধিকাংশই বিদেশের মাটি থেকে করা হচ্ছে বলেও দাবি জানিয়েছেন সাকেত গোখেল৷ তাঁর দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই করা হয়েছে ৪৫ শতাংশ সোশ্যাল মিডিয়া পোস্ট৷ তারপরেই আছে রাশিয়া, নাইজেরিয়া, কলম্বিয়া এবং সুরিনাম৷ গত পাঁচদিন
ধরে নীরব থেকে সিবিআই আসলে বিজেপিকে রাজনৈতিক ফায়দা তোলার সুযোগ করে দিচ্ছে, অভিযোগ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল৷