প্রতিবেদন : নির্যাতিতার পরিবারকে টাকা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে একটি ভিডিও সামনে এসেছে। যেখানে তাঁর বাবা-মা বলছেন, পুলিশ (Police) আমাদের কোনও টাকা অফার করেনি। অথচ বুধবার সাংবাদিক বৈঠকে তাঁরাই অভিযোগ করেছেন, ৯ অগাস্ট এক পুলিশ অফিসার টাকা অফার করেছেন। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। একইসঙ্গ রাজনীতিও। দলের স্পষ্ট বক্তব্য, এই ঘটনা নিয়ে অযথা রাজনীতি করবেন না। একইসঙ্গে কয়েকটি প্রশ্নও তুলেছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-২৩ দিন পার, এখনও কাটেনি অনেক ধোঁয়াশা, মেলেনি উত্তর, এবার জবাব দিক সিবিআই
১. পুলিশ টাকা অফার করেছে, এই কথা কী সিবিআইকে নির্যাতিতার বাবা-মা জানিয়েছিলেন? কারণ একাধিক বার সিবিআই অফিসাররা তাঁদের বাড়িতে গিয়েছে। ২. যদি নির্যাতিতার বাবা-মা এই ঘটনার কথা সিবিআইকে জানিয়ে থাকেন তবে তারা সেই সংশ্লিষ্ট অফিসারকে সামন করেননি কেন? এবিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, যদি সত্যিই পুলিশ অফিসাররা টাকা অফার করে থাকেন তাহলে এটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে তদন্তের আওতায় আসা দরকার। কিন্তু কোনটা ঠিক সেটা পরিষ্কার নয়। যদি ভিডিওটি ফেক হয়ে থাকে তবে সিবিআইকে না জানিয়ে আন্দোলনকারীদের মঞ্চে এসে একথা বলতে হল?