চাপে পড়ে সঞ্জয়ের ফাঁসি চেয়ে এবার হাইকোর্টে সিবিআইও

Must read

প্রতিবেদন : চাপে পড়ে আরজি কর-কাণ্ডে (R G Kar Case) মূল অপরাধী সঞ্জয় রাইয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করল সিবিআই। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে আবেদন করে তারা। ইতিমধ্যেই হাইকোর্টের ওই বেঞ্চেই সঞ্জয়ের ফাঁসি চেয়ে মামলা করেছে রাজ্য সরকার। সোমবার রাজ্যের মামলার সঙ্গেই সিবিআইয়ের মামলাও শুনবে আদালত। নিম্ন আদালতের বিচারকের রায়ে তথ্যপ্রমাণ লোপাটের উল্লেখ রয়েছে বলে অভিযোগ তুলছে বিরোধী ও মিডিয়ার একাংশ। এদিন যুক্তি দিয়ে সেই অভিযোগ উড়িয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বিচারকের রায়ে ‘তথ্যপ্রমাণ লোপাট’ এই শব্দটা কোথাও লেখা নেই! এই নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তাঁর পর্যবেক্ষণে কিছু পদ্ধতিগত এদিক-ওদিকের উল্লেখ থাকতে পারে।

আরও পড়ুন- বাস পরিষেবা হবে যাত্রীকেন্দ্রিক, বৈঠকে নির্দেশ পরিবহণমন্ত্রীর

Latest article