প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুর্শিদাবাদ সফরের মধ্যেই জাফরাবাদে নিহত বাবা-ছেলের পরিবারকে দিয়ে নোংরা খেলা বিজেপির। খুন-হওয়া হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারকে প্ররোচনা দিয়ে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে মামলা করিয়েছিল গদ্দার অধিকারী। কিন্তু মঙ্গলবার সেই ঘটনায় সিবিআই তদন্তের আবেদন গ্রাহ্যই করল না আদালত।
আরও পড়ুন-‘মৌনমোদি’কে ১৪ দফা প্রশ্নবাণ তৃণমূলের
সিবিআই তদন্তের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দাবিও শুনলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বরং মুর্শিদাবাদের অশান্তি সম্পর্কিত অন্যান্য মামলা ডিভিশন বেঞ্চে হওয়ায় নতুন দায়ের হওয়া মামলাটিকেও সেখানে পাঠালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।