প্রতিবেদন : মোদি জমানায় ফের ন্যক্কারজনক ঘটনা দেশে! যে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধীদের হেনস্থা করে বিজেপি, সেই সংস্থাই তোলাবাজির আখড়ায় পরিণত হয়েছে। এবার ঘুষের অভিযোগে ইডির দফতরে হানা দিল সিবিআই। উদ্ধার হল প্রায় দেড় কোটি টাকা। নিছক ঘুষের মামলায় এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে রেইড করছে আর এক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, সাম্প্রতিক অতীতে এই ঘটনা দেখা যায়নি। যে বিজেপি নেতারা কথায় কথায় এজেন্সি দেখান, এবার কী জবাব দেবেন তাঁরা? এই ঘটনায় চুনকালি মাখিয়ে দিল কেন্দ্রীয় সরকারের মুখে।
হিমাচল প্রদেশের সিমলায় ইডির দফতরে অভিযান চালিয়ে একটি ঘুষের মামলায় ১ কোটি ১৪ লক্ষ টাকা উদ্ধার করেছে সিবিআই (CBI)। সূত্রে খবর, ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার এক অফিসার এই ঘুষের মামলায় অভিযুক্ত। এক ব্যবসায়ীকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে ঘুষ নেওয়া হচ্ছিল বলে অভিযোগ। ইডির সিমলা অফিসে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ওই ইডি অফিসারের ভাইকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করেছে সিবিআই (CBI)। কিন্তু মূল কালপ্রিট পলাতক। এদিকে সিবিআই তল্লাশির পরেই ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর-সহ তিন আধিকারিককে সিমলার অফিস থেকে বদলি করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন- হেলথ স্কিমে যুক্ত ১৩ হাসপাতাল