প্রতিহিংসার রাজনীতি, মহুয়ার বাড়িতে সিবিআই

ভোটের আগে এজেন্সি দিয়ে উৎপাতের চেষ্টা

Must read

প্রতিবেদন : আবার সেই প্রতিহিংসার রাজনীতি। এবার কৃষ্ণনগরের সাংসদ ও আবার দলের প্রার্থী মহুয়া মৈত্রকে (Mahua Moitra) টার্গেট করে সিবিআইকে নামাল বিজেপি। এদিন মহুয়ার বাড়িতে সিবিআই তল্লাশি হয়। সংসদের সেই ঘটনাকেন্দ্রিক পরিস্থিতিতে লোকপালকে সামনে রেখে এই চিত্রনাট্য করেছে কেন্দ্রের শাসক দল। তৃণমূল কংগ্রেস পরিষ্কার জানিয়েছে, মহুয়া যেহেতু নরেন্দ্র মোদি এবং বিজেপিকেন্দ্রিক দুর্নীতির কিছু প্রশ্ন তুলেছিলেন তাই তাঁর কণ্ঠরোধের ব্যবস্থা হচ্ছে। সংসদীয় কমিটি গড়ে একতরফাভাবে মহুয়াকে সংসদ থেকে সরানো হয়। সেই কমিটিতে মহুয়াকে (Mahua Moitra) আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। উল্টে কিছু অশ্লীল ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করা হয়েছিল। এরপর এখন তাঁর বিরুদ্ধে সিবিআইকে ব্যবহার করা হচ্ছে। তৃণমূলের তরফ থেকে পাল্টা বিবৃতিতে বলা হয়, ভোটের সময় নির্বাচন কমিশন এরাজ্যে পুলিশ এবং আধিকারিকদের বদলি করতে মরিয়া। তাহলে বিজেপির দলদাস সিবিআই এবং ইডির কর্তাদের বদলি করা হবে না কেন?

আরও পড়ুন- রাজ্যের বিশ্ববিদ্যালয়ের আইন মানতে বাধ্য আচার্য : ব্রাত্য

Latest article