আরজি করে (R G Kar) মৃতা চিকিৎসকের বাড়িতে ফের সিবিআই আধিকারিকরা। গত বৃহস্পতিবারও সিবিআইয়ের একটি দল তাঁর সোদপুরের বাড়িতে গিয়েছিল। সেই দলে ছিলেন সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর। সেদিন গিয়ে চিকিৎসকের খোঁজ খবর নেন আধিকারিকরা। আজও তাঁরা গিয়েছেন।
এদিন সকালে সিবিআইয়ের বেশ কয়েকটি দল সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে একটি দল নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে যায়। অন্য একটি দল আরজি করে গিয়েছে বলে খবর। আরজি করের চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় তদন্ত করছে সিবিআই। আরজি কর হাসপাতালে (R G Kar) গিয়ে সিবিআইয়ের একটি দল কথা বলছে কর্তৃপক্ষের সঙ্গে। গত ৯ অগাস্ট ভোরে কী ঘটেছিল, তা জানতে বিভিন্ন পদক্ষেপ করেছে সিবিআই। ঘটনাস্থলের ৩ডি লেজার ম্যাপিংও করা হয়।
আরও পড়ুন- মজুত বাড়াতে রাজ্যে আরও ৯১৭টি নয়া হিমঘর পেঁয়াজের
সিবিআই দফতরে আজ সকাল থেকেই আরজি কর মেডিক্যাল কলেজের সদ্যপ্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করছেন কর্তারা। এই নিয়ে চার দিন সিবিআই আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন। এখন এটাই দেখার যে চিকিৎসক মৃতার খুনে সিবিআই ন্যায়বিচার দিতে পারেন কিনা।