টেক্কা দিল ছাত্রীরাই

Must read

ছাত্রদের টেক্কা দিল ছাত্রীরা। শুক্রবার দু’দফায় প্রকাশিত হল সিবিএসই-র ক্লাস টেন ও ক্লাস টুয়েলভের ফাইনাল পরীক্ষার ফলাফল। দশম শ্রেণির পাশের হার ৯৩.১২ শতাংশ। কোভিড-পূর্ববর্তী সময়ে ২০১৯ সালে ছিল ৯১.১০ শতাংশ। পাশের হারে এবার ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা। ছাত্রীদের পাশের হার ৯৪.২৫ শতাংশ। সেখানে ছাত্রদের পাশের হার ৯২.২৭ শতাংশ। অর্থাৎ ছাত্রদের তুলনায় ১.৯৮ শতাংশ বেশি পাশ করেছে ছাত্রীরা। এদিন একই সঙ্গে দ্বাদশ শ্রেণির ফলাফলও প্রকাশিত হয়েছে। বোর্ড সূত্রে জানানো হয়েছে, এক্ষেত্রে পাশের হার ৮৭.৩৩ শতাংশ। যা গতবারের তুলনায় কম। গতবার এই হার ছিল ৯২.৭১ শতাংশ। এবছর মোট ১৬ লক্ষ ৬০ হাজার ৫১১ জন পড়ুয়া দ্বাদশের পরীক্ষা দিয়েছিলেন। যার মধ্যে ১৪ লক্ষ ৫০ হাজার ১৭৪ জন পাশ করেছে। শতাংশের বিচারে ৮৭.৩৩। এবার সিবিএসই-র তরফে দশম ও দ্বাদশ দুই ক্ষেত্রেই কোনও মেরিট লিস্ট প্রকাশ হয়নি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে কতজন পরীক্ষার্থী পাশ করেছে তা নিয়েও কিছু ঘোষণা করেনি বোর্ড। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি একই দিনে দশম ও দ্বাদশের পরীক্ষা শুরু হয়েছিল। দশম শ্রেণির ফাইনাল পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ২১ লক্ষ ৮৬ হাজার ৪৮৫ জন। এবার ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত ক্লাস টেনের পরীক্ষা নেওয়া হয়। সিবিএসই-র তরফে জানানো হয়েছে, পরের বছর ক্লাস টেন ও টুয়েলভের পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে।

Latest article