পুরসভার কাজে নজরদারি বসল সিসিটিভি

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : আসি যাই মাইনে পাই বাম আমলের চলা শিলিগুড়ি (Siliguri) পুরসভার এই পন্থায় এবার দাঁড়ি টানতে চলছে তৃণমূল কংগ্রেস বোর্ড। কর্মসংস্কৃতি ফেরাতে পুর ভবন ও ৫টি বোরো দফতর বসতে চলেছে সিসিটিভি ক্যামেরাযুক্ত বায়োমেট্রিক মেশিন। কোন দফতরে কখন আসছেন কর্মীরা সবটাই থাকবে এবার থেকে রেকর্ড বন্দি। সমস্তটার ওপর নজর রাখবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, ‘‘সবটাই রেকর্ড বন্দি থাকবে। রেকর্ড সুরক্ষিত রাখতেও প্রতিটি যন্ত্রের সঙ্গে সিসি ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। দীর্ঘ অপসংস্কৃতির অভ্যেস ঝেড়ে কর্মসংস্কৃতি ফেরাতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।’’

শিলিগুড়ি (Siliguri) পুরকমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া বলেন, ‘‘পুরভবনের তিনটি তলে বিভিন্ন বিভাগীয় দফতরগুলি রয়েছে। প্রতিটি তলে একটি করে সিসি ক্যামেরা সংযুক্ত বায়োমেট্রিক যন্ত্র থাকবে। এর মাধ্যমে একদিকে কর্মী উপস্থিতির রেকর্ড থাকবে একইসঙ্গে নিরাপত্তার ক্ষেত্রেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই বায়োমেট্রিকের জন্য সমস্ত কর্মীদের ডেটাবেস সংগ্রহ করে যন্ত্রে ইনস্টল করা হয়েছে।’’

আরও পড়ুন – ভোটে আছে, ত্রাণে নেই পদ্মশিবির

দীর্ঘ বাম আমল জুড়ে পুরসভার কর্মীদের গড়হাজিরা, ঢিলে ঢালা মনোভাব, বেহাল কর্ম সংস্কৃতিই ছিল শিরোনামে। তার ওপর পুরসভায় বামেদের ক্যাডার দৌরাত্ম্য। সকাল গড়িয়ে দুপুরের দোরগোড়াও একাধিক বিভাগীয় দফতরের কর্মী আধিকারিকদের দেখা মিলত না। তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বোর্ড গঠন করার পরই ফিরছে শৃঙ্খলা এবং কর্মসংস্কৃতি। শুধু কড়াকড়ি নয়, কর্মীদের কাজের উপযোগী পরিবেশ ও ঝাঁ চকচকে করে সাজিয়ে তোলা হচ্ছে পুরসভার বিভিন্ন দফতর। পাঁচটি বরোতেই কর্মী উপস্থিতির জন্য বায়োমেট্রিক যন্ত্র লাগানো হচ্ছে।

Latest article