জাতীয়

সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের সীমান্তে অনুপ্রবেশ-গোলাবর্ষণ, সন্ত্রাসবাদ দমনে জারি অপারেশন

প্রতিবেদন : শিক্ষা নিল না পাকিস্তান। ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত সংঘর্ষবিরতি লঙ্ঘন করেই চোরাগোপ্তা আক্রমণ চালাচ্ছে পাকসেনা। পাল্টা জবাব দিচ্ছে ভারতও। কড়া অবস্থান ভারতীয় বায়ুসেনার। এক্স হ্যান্ডেলে বায়ুসেনার পক্ষ থেকে রবিবার স্পষ্ট জানানো হয়েছে, পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবরকম অভিযান চলবে। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতি চললেও শেষ হয়নি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই। জারি রয়েছে জঙ্গিদমন অভিযান। একইসঙ্গে কোনওরকম জল্পনা বা ভুয়ো তথ্যে কান না দেওয়ার জন্য দেশবাসীকে আবেদন জানানো হয়েছে বায়ুসেনার পক্ষ থেকে। রবিবার এক্স হ্যান্ডেলে ভারতীয় বায়ুসেনা লিখেছে, অপারেশন সিঁদুরে নিজেদের দায়িত্ব সফলভাবে পালন করেছে ভারতীয় বায়ুসেনা। দেশের স্বার্থে নিখুঁতভাবে, পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে তারা। সতর্কতা এবং বিচক্ষণতার সঙ্গে সেই অভিযান চালানো হয়েছে। এই অভিযান এখনও চলছে। দেশবাসীকে সময়মতো তা জানানো হবে। সময়মতো দেওয়া হবে তথ্যও। তবে কোনওরকম জল্পনা এবং ভুয়ো তথ্যে কান না দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। এদিকে ররিবারই তিন বাহিনীর প্রধানদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পর্যালোচনা করা হয় সাম্প্রতিক পরিস্থিতির। সোমবারই দুপুরে মুখোমুখি আলোচনায় বসছে ভারত এবং পাকিস্তান। তার আগেই প্রধানমন্ত্রীর এই বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
আসলে শনিবার ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি ঘোষিত হওয়ার পরে ( অনেকের মনেই প্রশ্ন জেগেছিল, পহেলগাঁও হামলার বদলা নিতে ভারতের জঙ্গিদমন অভিযান কি আর চলবে? নাকি থেমে যাবে? পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কড়া পদক্ষেপ আদৌ বহাল থাকবে কি? এই সংশয় দূর করতেই ভারতীয় বায়ুসেনা জানিয়ে দিল পাকসন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি।

আরও পড়ুন-পূর্ণমকে ফেরাতে পূর্ণ আশ্বাস মুখ্যমন্ত্রীর, স্ত্রীকে ফোনে পাশে থাকার বার্তা

এদিকে, শনিবার রাতেও একের পর এক চোরাগোপ্তা আক্রমণ, নাশকতার ষড়যন্ত্র চালিয়েই গিয়েছে নির্লজ্জ পাকিস্তান। শনিবার রাতে কাশ্মীরের সেনাছাউনিতে অনেকটা উরির ধাঁচে হামলা চালানোর চেষ্টা করে জঙ্গিরা। হামলার চেষ্টা হয় জম্মুর নাগরোটা মিলিটারি স্টেশনে। জঙ্গিদের লক্ষ্য করে গুলিবৃষ্টি করে সেনা। নিমেষের মধ্যে অন্ধকারে গা ঢাকা দেয় সন্ত্রাসবাদীরা। তাদের খোঁজে শুরু হয় চিরুনিতল্লাশি। রবিবার সকালে পাঞ্জাবের অমৃতসরে এক বড় ধরনের নাশকতার ছক ভেস্তে দেয় বিএসএফ এবং পাঞ্জাব পুলিশ। উদ্ধার করা হয় প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক। পাক হামলার চেষ্টা হয়েছে রাজস্থানের জয়সলমিরেও। পাক ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে দিয়েছে ভারতীয় সেনা। জলন্ধরেও ভারতীয় সেনা নিষ্ক্রিয় করে দিয়েছে পাক মিসাইল। অমৃতসর, জলন্ধর এবং পাঠানকোটে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলোতে বাসিন্দাদের এখনই ফিরতে নিষেধ করেছে পুলিশ।
এদিনই ‘ব্রহ্মস’-এর নতুন ইউনিট চালু হল উত্তরপ্রদেশে।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

6 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

6 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

6 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

6 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

6 hours ago