জামাইষষ্ঠীতে নেই টাটকা ইলিশ, ভরসা স্টোরেজের মাছেই

স্টোরেজের ইলিশের উপরেই নির্ভর করতে হবে আমবাঙালিকে। মাছের বাজারগুলিতেও পলিথিনে মোড়া স্টোরেজের ইলিশ চলে এসেছে।

Must read

সংবাদদাতা, ডায়মন্ড হারবার : আজ জামাইষষ্ঠী। কিন্তু ১৪ জুন পর্যন্ত নদী ও সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে। তাই এখনও পর্যন্ত কোনও ট্রলার ইলিশের সন্ধানে সমুদ্রে পাড়ি দিতে পারেনি। তাই এবছর জামাইষষ্ঠীতে পাওয়া যাবে না বাংলার টাটকা ইলিশ। স্টোরেজের ইলিশের উপরেই নির্ভর করতে হবে আমবাঙালিকে। মাছের বাজারগুলিতেও পলিথিনে মোড়া স্টোরেজের ইলিশ চলে এসেছে।

আরও পড়ুন-হিংসার বলি কেন শিশুরা, প্রশ্ন তুললেন ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা চোপড়া

তবে রসনাপ্রিয় বাঙালির জামাইষষ্ঠীতে ইলিশ বাধ্যতামূলক হলেও, সেই ইলিশের দাম শুনে মাথায় হাত পড়ছে তাঁদের। খুচরো বাজারে ৪০০ গ্রাম ওজনের ইলিশের দাম ৮০০ টাকা, ৫০০ থেকে ৬০০ গ্রামের দাম ১ হাজার, ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশে দাম ১২০০ এবং ৯০০ থেকে ১ কিলো ওজনের ইলিশের দাম ১৫০০ টাকা করে বিক্রি হচ্ছে। এই বিষয়ে কাকদ্বীপের এক মৎস্যজীবী বলেন, এবছরও জামাইষষ্ঠীতে টাটকা ইলিশ মাছ পাওয়া যাবে না। সেই ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে। তাই এই দু’মাস বাঙালিদের স্টোরেজের ইলিশের উপরেই ভরসা করতে হবে।

Latest article