বিশ্ব যোগ দিবস পালন

ছিলেন বাঁকুড়া পুরসভার কাউন্সিলর শম্পা দরিপা এবং প্রজাপিতা ব্রহ্মাকুমারী মহাবিদ্যালয়ের বাঁকুড়া শাখার বড়দি-সহ অন্যরা।

Must read

সংবাদদাতা, কাটোয়া ও বাঁকুড়া : পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর ও জেলা আয়ূষ বিভাগের উদ্যোগে মঙ্গলবার যোগ দিবস পালিত হল কাটোয়ার আপনজন ক্লাব প্রাঙ্গণে। যোগ অনুশীলন প্রদর্শনী, যোগাভ্যাসের গুরুত্ব নিয়ে আলোচনা, নিখরচায় যোগ চিকিৎসার ব্যবস্থা হয়। জেলা নেহরু যুবকেন্দ্র এবং পূর্বস্থলীর কাষ্ঠশালী হিরো অ্যাথলেটিক ক্লাবের যৌথ উদ্যোগে ক্লাবের মাঠে পালিত হয় যোগ দিবস। কাটোয়ায় জেলা স্বাস্থ্য আধিকারিক প্রণবকুমার রায়, জেলা আয়ুষ আধিকারিক ইন্দ্রনীল মাজি উপস্থিত ছিলেন। পূর্বস্থলীর অনুষ্ঠানে ছিলেন বিধায়ক তপন চট্টোপাধ্যায়, নেহরু যুবকেন্দ্রের প্রকল্প সহায়ক সুজন ঠাকুর প্রমুখ।

আরও পড়ুন-লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা বেচে দিতে চক্রান্ত কেন্দ্রের

বিশ্ব যোগ দিবস পালিত হল বাঁকুড়া প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে। বিবেকানন্দ মুক্তমঞ্চে শতাধিক মানুষের যোগব্যায়াম অভ্যাস করান প্রশিক্ষক অমরীশ গায়েন। ছিলেন বাঁকুড়া পুরসভার কাউন্সিলর শম্পা দরিপা এবং প্রজাপিতা ব্রহ্মাকুমারী মহাবিদ্যালয়ের বাঁকুড়া শাখার বড়দি-সহ অন্যরা।

Latest article