প্রতিবেদন: বলিউডের ছোটে নবাবের উপর হামলার কয়েক দিন যেতে না যেতেই এবার কমেডিয়ান কপিল শর্মাকে খুন করার হুমকি। ইমেইল পাঠানো হয়েছে পাকিস্তান (Pakistan) থেকে। শুধু কপিল একাই নন, অভিনেতা রাজপাল যাদব, কৌতুকশিল্পী সুগন্ধা মিশ্র ও নৃত্য পরিচালক রেমো ডিসুজার কাছেও এসেছে হুমকিবার্তা। ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। পুলিশ সূত্রে জানা গেছে অভিনেতাদের প্রাণনাশের হুমকি দিয়ে যে ইমেইল করা হয়েছে তাতে লেখা রয়েছে, নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেওয়া হয়নি। তাই কেউ এই বিষযকে হালকা ভাবে নেবেন না। আমরা আপনাদের প্রতিদিনের জীবনযাপনের উপর নজর রাখছি। পাশাপাশি এই চিঠিকে গুরুত্ব না দিলে পরিণতি আরও খারাপ হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন- নেতাজিকে নিয়ে রাহুলের আপত্তিকর পোস্ট, তীব্র সমালোচনা তৃণমূলের