বিহারের (Bihar) জামুইয়ে বড়ুয়া নদীর রেলব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় মালগাড়ির ২০টি বগির মধ্যে ১৯টিই বেলাইন। দশটি বগি ছিটকে পড়ল নদীতে। শনিবার রাত সাড়ে ১১ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। হতাহতের কোনও খবর নেই। তবে প্রতিটি বগি সিমেন্ট বোঝায় থাকায় বিপুল পরিমাণে আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।লাইন থেকে মালগাড়িটিকে সরিয়ে মেরামতের কাজ চলার দরুন পূর্ব রেলের জসিডি-ঝাঝা রুটে আপ ও ডাউন লাইনে দীর্ঘক্ষণ ব্যাহত ট্রেন চলাচল। দেরিতে চলছে বন্দে ভারত এক্সপ্রেসসহ একাধিক দূরপাল্লার ট্রেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন-সোমবার দুর্গা অঙ্গনের শিলান্যাস অনুষ্ঠান
ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন RPF, রেল পুলিশ-সহ উচ্চপদস্থ আধিকারিকরা। শুরু হয় দুর্ঘটনাগ্রস্ত কামরা সরানোর পাশাপাশি লাইন পরিষ্কারের কাজ। শিমুলতলা সংলগ্ন টেলবা হল্টের কাছে হঠাৎ রেললাইন থেকে ছিটকে যায় মালগাড়িটি। দেখা যায় সেতুর উপর থেকে বিপজ্জনক ভাবে ঝুলে রয়েছে দু’টি বগি এবং বাকি নদীতে গিয়ে পড়েছে। ঝাঝা ও জসিডি থেকে বিশেষ ট্রেন ও ভারী যন্ত্রপাতি দিয়ে ছিটকে পড়া বগিগুলিকে একে একে তুলে আনার চেষ্টা হবে। দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি তবে যান্ত্রিক গোলযোগের বিষয়টাই উঠে আসছে।

