বিরোধী চাপে কেন্দ্র বাধ্য হল আদমশুমারিতে

Must read

প্রতিবেদন : পূর্ব-নির্ধারিত সময়ের চার বছর পরে এবার দেশে জনগণনা শুরু করতে চলেছে মোদি সরকার৷ আগামী বছরই করা হবে এই আদমশুমারির (Census) কাজ, সোমবার সরকারি সূত্রে এমনই দাবি জানানো হয়েছে৷ ২০২১ সালে এই জনগণনার কথা থাকলেও করোনা অতিমারির যুক্তি দেখিয়ে কেন্দ্রীয় সরকার বারবারই এই জনগণনা পিছিয়ে দিয়েছে৷ আগামী বছর যদি প্রকৃতই দেশে আদমশুমারির (Census) আয়োজন করা হয়, তাহলে এই জনগণনার সঙ্গেই কি করা হবে জাতিগত জনগণনা? প্রশ্ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে৷ এই মর্মে সরকারের জবাব তলব করেছে বিরোধী শিবির৷ এই প্রসঙ্গেই কংগ্রেসের দাবি, অবিলম্বে সর্বদলীয় বৈঠক ডেকে নিজেদের অবস্থান স্পষ্ট করুক মোদি সরকার৷ এই প্রসঙ্গেই সোমবার প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশের প্রশ্ন, আগামী বছর যদি জনগণনা করা হয়, তাহলে তার সঙ্গে জাতিগত জনগণনাও করা হবে কি? নাকি এই জনগণনা করা হবে লোকসভায় নির্দিষ্ট কিছু রাজ্যের শক্তি বৃদ্ধি করার উদ্দেশ্যে? এইক্ষেত্রে জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখার নীতি নিয়ে চলা রাজ্যগুলি কোনও প্রকার সমস্যায় পড়বে না তো?
তাৎপর্যপূর্ণ হল, জাতিগত জনগণনা নিয়ে মোদি সরকারের অন্দরেই প্রবল বিভাজন আছে৷ এনডিএ সরকারের শরিক বেশ কয়েকটি রাজনৈতিক দল চায় আগামী বছর দেশে সাধারণ জনগণনা করা হোক৷ জাতিগত জনগণনা করা হলে নিজেদের রাজ্যের ভোটব্যাঙ্ক নিয়ে সমস্যায় পড়তে পারে তারা, এই আশঙ্কা থেকেই গ্রহণ করা হচ্ছে এমন অবস্থান, দাবি বিজেপি সূত্রের৷ এই পরিস্থিতিতে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা না থাকা অবস্থায় শরিকি চাপের কথা মাথায় রেখে জাতিগত জনগণনা নিয়ে পিছু হটতে পারে মোদি সরকার, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ৷

আরও পড়ুন- গ্রেড ওয়ান হেরিটেজ তকমা পেল আলিপুর চিড়িয়াখানা

Latest article