সংবাদদাতা, মালদহ : সংশোধনাগার থেকে মুক্তি। বাড়ি ফিরলেন শতোর্ধ্ব রসিকচন্দ্র মণ্ডল (Rasik Chandra Mondal)। ৩৬ বছর কেটেছে জেলের মধ্যেই, মুক্তি পেয়ে চোখে জল রসিকের। মঙ্গলবার মালদহ জেলা সংশোধনাগার থেকে বেরিয়ে বারবার তাই ঘুরে তাকাচ্ছিলেন তিন দশকের বেশি ঠিকানার দিকে। হাত নেড়ে তাঁকে বিদায় জানালেন অন্য বন্দিরা। রসিককে (Rasik Chandra Mondal) এদিন নিতে এসেছিলেন পরিবারের সদস্যরা। সংবাদমাধ্যমের সামনে রসিক বলেন, খুব ভাল লাগছে। এতদিন পর সকলকে দেখছি। তবে সংশোধনাগারের কথাও মনে পড়বে। জীবনের ৩৬টা বছর কাটিয়েছি। নিয়মের মধ্যে থেকেছি।
আরও পড়ুন- ভারী বৃষ্টি তামিলনাড়ুতে, জারি ‘হলুদ’ সতর্কতা, মৃত ১০