প্রতিবেদন : কেন্দ্র ও রাজ্যের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর। আলোচনাপন্থী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম (উলফা) শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে কেন্দ্র এবং অসম সরকারের সঙ্গে একটি ত্রিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। উলফা আলোচনাপন্থী দলের চেয়ারপার্সন অরবিন্দ রাজখোয়ার নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল সমঝোতা স্বাক্ষরে উপস্থিত ছিল। ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও।
আরও পড়ুন-হ্যা.কিং সতর্কবার্তা নিয়ে মোদি সরকারের রোষা.নলে অ্যাপেল
পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উলফার সহিংসতার কারণে অসম দীর্ঘকাল ধরে ভুগছে এবং ১৯৭৯ সাল থেকে প্রায় ১০,০০০ মানুষ প্রাণ হারিয়েছে। শাহের আশ্বাস, উলফার সঙ্গে চুক্তির পর অসমকে একটি বড় উন্নয়ন প্যাকেজ দেওয়া হবে যাতে নতুন সমঝোতা চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়িত করা যায়।
উল্লেখ্য, পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন উলফা (স্বাধীনতা) এই আলোচনার বিরোধিতা করেছে। শাহ বলেন, ঐতিহাসিক শান্তিচুক্তির পর উলফার প্রাসঙ্গিকতা শেষ হয়েছে। এই সংগঠন এখন ভেঙে দেওয়া হবে। অন্যদিকে আলোচনাপন্থী উলফার সাধারণ সম্পাদক অনুপ চেতিয়া, বিদেশ সচিব শশ চৌধুরী এবং কেন্দ্রীয় কর্মসমিতির সদস্য মৃনাল হাজারিকা পৃথক এক সাংবাদিক বৈঠকে চুক্তির বিস্তারিত ব্যাখ্যা করেন। অসমের প্রাচীনতম বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে শান্তিচুক্তির লক্ষ্য হল অবৈধ অভিবাসন, আদিবাসী সম্প্রদায়ের জন্য জমির অধিকার এবং রাজ্যের উন্নয়নের জন্য একটি আর্থিক প্যাকেজ ঘোষণা।