প্রতিবেদন : সোনালি খাতুন মামলায় ফের সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল কেন্দ্র। যাচাই না করেই গর্ভবতী সোনালি খাতুন-সহ পাঁচজনকে গায়ের জোরে বাংলাদেশি হিসেবে দাগিয়ে বাংলাদেশে পুশব্যাক নিয়ে শীর্ষ আদালতে কঠিন প্রশ্নের মুখে পড়ল বিজেপি সরকার। এর আগে কলকাতা হাইকোর্ট কেন্দ্রকে চার সপ্তাহের মধ্যে সোনালিদের দেশে ফেরানোর নির্দেশ দিলেও তা মানা হয়নি। মঙ্গলবার এই মামলার শুনানিতে কেন্দ্র একদিনের সময় চাইলে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, অন্তর্বর্তী ব্যবস্থায় আগে ৬ জনকে ভারতে ফিরিয়ে আনতে হবে। তারপর নথির ভিত্তিতে তাঁদের নাগরিকত্বের বিষয়টি নির্ধারণ করা যেতে পারে।
আরও পড়ুন-আগামীকাল থেকে শুরু ইন্টারভিউ
প্রসঙ্গত, গত ২৩ জুন অন্তঃসত্ত্বা সোনালি খাতুন-সহ একই পরিবারের ৬ জনকে দিল্লির গেরুয়া পুলিশ ‘অনুপ্রবেশকারী বাংলাদেশি’ সন্দেহে আটক করে। আর তিনদিনের মধ্যে কোনওরকম যাচাই ছাড়াই তাঁদের বাংলাদেশে পুশব্যাক করা হয়। ২৪ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট দ্রুত তাঁদের ফেরত আনতে বলে। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও কেন্দ্র সেই নির্দেশ মানেনি। এখানে উল্লেখ্য, সোনালির বাবা-মায়ের নাম রয়েছে ২০০২ সালের ভোটার তালিকায়। এ ছাড়াও পরিবারের কাছে ১৯৫২ সালের জমির দলিলও রয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১ ডিসেম্বর।

