নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : সাংসদ সাসপেন্ড ইস্যুতে বিরোধী ঐক্যে ভাঙন ধরিয়ে ফায়দা তুলতে চেয়েছিল নরেন্দ্র মোদি সরকার৷ কিন্তু তৃণমূল কংগ্রেস-সহ বাকি বিরোধী দলগুলির সক্রিয়তায় তাদের সেই কৌশল পুরোপুরি ভেস্তে গেল৷ কেন্দ্রের সংসদ বিষয়ক দফতরের মন্ত্রী প্রহ্লাদ যোশীর ডাকা বৈঠক বয়কট করে তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি অভিযোগ করল, কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে ‘ব্যাকডোর’ সমঝোতার চেষ্টা চালাচ্ছে৷
সংসদে বিরোধী ঐক্যে চিড় ধরাতেই এই চেষ্টা বিজেপি সরকারের৷ তৃণমূল কংগ্রেসের বক্তব্য, রাজ্যসভার সাসপেনশন ইস্যুতে আলোচনার নাম করে আলাদা আলাদাভাবে কয়েকটি দলকে ডেকে বিরোধীদের ঐক্য দুর্বল করার ফন্দি এঁটেছিল মোদি সরকার৷ কিন্তু বিজেপি সরকারের জনস্বার্থ–বিরোধী নীতি এবং স্বৈরতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে গোটা বিরোধী শিবির ঐক্যবদ্ধ৷ আগামী দিনেও এই ঐক্য অটুট থাকবে৷
আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হচ্ছে তৃণমূল
প্রসঙ্গত, রাজ্যসভার ১২ জন সাংসদকে এবারের অধিবেশনে সাসপেন্ড করা হয়েছে৷ গত অধিবেশনের শাস্তি দিতেই এবারের অধিবেশনে অনৈতিকভাবে এই সাংসদদের বহিষ্কার করা হয়৷ এমনকী তাঁদের আত্মপক্ষ সমর্থনেরও কোনও সুযোগ দেওয়া হয়নি৷ এর প্রতিবাদে গোটা শীতকালীন অধিবেশনে প্রতিবাদী ধরনা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বহিষ্কৃত সাংসদরা৷ অধিবেশন চলাকালীন রোজই সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় বসছেন তৃণমূলের দুই সাংসদ দোলা সেন ও শান্তা ছেত্রী-সহ বাকি বহিষ্কৃত রাজ্যসভার সদস্যরা৷ লাগাতার প্রতিবাদের চাপে অস্বস্তি বাড়ছে সরকারের৷
আরও পড়ুন-হাওড়ায় আবর্জনা থেকে হবে সার, জ্বালানি
মুখরক্ষার ফর্মুলা খুঁজতে তাই নজিরবিহীনভাবে তৃণমূল কংগ্রেস-সহ মাত্র পাঁচটি দলকে বৈঠকে ডাকেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক দফতরের মন্ত্রী৷ কেন্দ্রের যুক্তি ছিল, যে যে দলের সাংসদরা সাসপেন্ড হয়েছেন সেইসব দলের নেতাদেরই বৈঠকে ডাকা হচ্ছে৷ এজন্য রবিবার সন্ধেয় তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, শিবসেনা, সিপিএম এবং সিপিআই–এর দলনেতাদের বৈঠকে ডেকেছিলেন মন্ত্রী প্রহ্লাদ যোশী৷ কিন্তু কেন্দ্রের চাল বুঝতে পেরেই সরকারের ডাকে সাড়া দেয়নি কোনও বিরোধী দল৷
আরও পড়ুন-এমপি কাপের শেষ আটে পাত্র ও হরিণডাঙা
তৃণমূলের রাজ্যসভার মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায় বলেন, বিরোধী ঐক্যে চিড় ধরানোর চেষ্টা করছে সরকার৷ এটা মানা হবে না৷ তৃণমূলের বিকল্প প্রস্তাব, সাসপেনশন ইস্যুতে বরং সর্বদল বৈঠক ডাকুক কেন্দ্র৷ বিরোধী দলের ঐক্যকে ভাঙার কোনও ষড়যন্ত্র বরদাস্ত নয়৷ সব বিরোধী ঐক্যবদ্ধ৷ সর্বদল বৈঠকের দাবি জানিয়ে তাই সরকারকে চিঠি দেওয়া হয়েছে৷