জাতীয়

সাংসদ সাসপেন্ড ইস্যুতে বিরোধী ঐক্যে ভাঙন ধরানোর কৌশল, ব্যর্থ হল কেন্দ্র

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : সাংসদ সাসপেন্ড ইস্যুতে বিরোধী ঐক্যে ভাঙন ধরিয়ে ফায়দা তুলতে চেয়েছিল নরেন্দ্র মোদি সরকার৷ কিন্তু তৃণমূল কংগ্রেস-সহ বাকি বিরোধী দলগুলির সক্রিয়তায় তাদের সেই কৌশল পুরোপুরি ভেস্তে গেল৷ কেন্দ্রের সংসদ বিষয়ক দফতরের মন্ত্রী প্রহ্লাদ যোশীর ডাকা বৈঠক বয়কট করে তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি অভিযোগ করল, কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে ‘ব্যাকডোর’ সমঝোতার চেষ্টা চালাচ্ছে৷

সংসদে বিরোধী ঐক্যে চিড় ধরাতেই এই চেষ্টা বিজেপি সরকারের৷ তৃণমূল কংগ্রেসের বক্তব্য, রাজ্যসভার সাসপেনশন ইস্যুতে আলোচনার নাম করে আলাদা আলাদাভাবে কয়েকটি দলকে ডেকে বিরোধীদের ঐক্য দুর্বল করার ফন্দি এঁটেছিল মোদি সরকার৷ কিন্তু বিজেপি সরকারের জনস্বার্থ–বিরোধী নীতি এবং স্বৈরতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে গোটা বিরোধী শিবির ঐক্যবদ্ধ৷ আগামী দিনেও এই ঐক্য অটুট থাকবে৷

আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হচ্ছে তৃণমূল

প্রসঙ্গত, রাজ্যসভার ১২ জন সাংসদকে এবারের অধিবেশনে সাসপেন্ড করা হয়েছে৷ গত অধিবেশনের শাস্তি দিতেই এবারের অধিবেশনে অনৈতিকভাবে এই সাংসদদের বহিষ্কার করা হয়৷ এমনকী তাঁদের আত্মপক্ষ সমর্থনেরও কোনও সুযোগ দেওয়া হয়নি৷ এর প্রতিবাদে গোটা শীতকালীন অধিবেশনে প্রতিবাদী ধরনা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বহিষ্কৃত সাংসদরা৷ অধিবেশন চলাকালীন রোজই সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় বসছেন তৃণমূলের দুই সাংসদ দোলা সেন ও শান্তা ছেত্রী-সহ বাকি বহিষ্কৃত রাজ্যসভার সদস্যরা৷ লাগাতার প্রতিবাদের চাপে অস্বস্তি বাড়ছে সরকারের৷

আরও পড়ুন-হাওড়ায় আবর্জনা থেকে হবে সার, জ্বালানি

মুখরক্ষার ফর্মুলা খুঁজতে তাই নজিরবিহীনভাবে তৃণমূল কংগ্রেস-সহ মাত্র পাঁচটি দলকে বৈঠকে ডাকেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক দফতরের মন্ত্রী৷ কেন্দ্রের যুক্তি ছিল, যে যে দলের সাংসদরা সাসপেন্ড হয়েছেন সেইসব দলের নেতাদেরই বৈঠকে ডাকা হচ্ছে৷ এজন্য রবিবার সন্ধেয় তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, শিবসেনা, সিপিএম এবং সিপিআই–এর দলনেতাদের বৈঠকে ডেকেছিলেন মন্ত্রী প্রহ্লাদ যোশী৷ কিন্তু কেন্দ্রের চাল বুঝতে পেরেই সরকারের ডাকে সাড়া দেয়নি কোনও বিরোধী দল৷

আরও পড়ুন-এমপি কাপের শেষ আটে পাত্র ও হরিণডাঙা

তৃণমূলের রাজ্যসভার মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায় বলেন, বিরোধী ঐক্যে চিড় ধরানোর চেষ্টা করছে সরকার৷ এটা মানা হবে না৷ তৃণমূলের বিকল্প প্রস্তাব, সাসপেনশন ইস্যুতে বরং সর্বদল বৈঠক ডাকুক কেন্দ্র৷ বিরোধী দলের ঐক্যকে ভাঙার কোনও ষড়যন্ত্র বরদাস্ত নয়৷ সব বিরোধী ঐক্যবদ্ধ৷ সর্বদল বৈঠকের দাবি জানিয়ে তাই সরকারকে চিঠি দেওয়া হয়েছে৷

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

21 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago