বঙ্গ

এসআইআর আলোচনায় বাধ্য হল কেন্দ্র

প্রতিবেদন : এসআইআর নিয়ে সংসদে আলোচনার ইস্যুতে তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী শিবিরের সামনে মাথা নত করতে বাধ্য হল সরকারপক্ষ৷ আগামী মঙ্গলবার লোকসভায় এসআইআর ইস্যুতে আলোচনা করা হবে৷ ১০ ঘণ্টা ধরে করা হবে এই আলোচনা৷ মঙ্গলবার তৃণমূল-সহ গোটা বিরোধী শিবিরের চাপের কাছে নতিস্বীকার করে সার নিয়ে আলোচনায় রাজি হয়েছে মোদি সরকার৷ আগামী সোমবার লোকসভায় বন্দে মাতরম গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আলোচনাও হবে৷ সংসদীয় সূত্রের দাবি, রাজ্যসভায় মঙ্গলবার শুরু হতে পারে বন্দে মাতরম সংক্রান্ত আলোচনা৷ একইরকমভাবে রাজ্যসভায় সার সংক্রান্ত আলোচনা করা হতে পারে ১১ ডিসেম্বর৷

আরও পড়ুন-দিনের কবিতা

উল্লেখ্য, মঙ্গলবারও এসআইআর ইস্যুতে আলোচনার দাবিতে উত্তাল ছিল সংসদের উভয় কক্ষ৷ অধিবেশন শুরুর আগেই সংসদের মকর দ্বারের সামনে বিরোধী শিবিরের সাংসদরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন৷ ‘ভোট চোর গদ্দি ছোড়’- বিরোধীদের তোলা স্লোগানে মুখরিত হয় সংসদ চত্বর৷ তৃণমূলের তরফে এই বিক্ষোভে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর ও লোকসভা সাংসদ বাপি হালদার৷ সার ইস্যু নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার দাবি তুলে এদিনও একাধিক নোটিশ পেশ করা হয়৷ এই সব নোটিশ খারিজ হওয়ার পরেই সংসদের উভয় কক্ষে শুরু হয় বিরোধী বিক্ষোভ, যেখানে সবার আগে ওয়েলে নেমে স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল সাংসদরা৷ তাঁদের দেখাদেখি, ডিএমকে, সপা-সহ অন্যান্য বিরোধী দলও বিক্ষোভ দেখায়৷ এই বিক্ষোভের জেরেই মঙ্গলবার দফায় দফায় মুলতুবি করা হয় সংসদীয় অধিবেশন৷ এর পরেই উপায়ান্তর না দেখে বিরোধী শিবিরের সংসদীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু৷ তৃণমূল কংগ্রেসের তরফে এই বৈঠকে যোগদান করেন রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এবং লোকসভার চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদার৷ তাঁরা দু’জনেই সাফ জানান, কোনও ষড়যন্ত্র চলবে না, অবিলম্বে সংসদ কক্ষে এসআইআর নিয়ে আলোচনা করতেই হবে৷ এর পরেই পিছু হটতে বাধ্য হয় মোদি সরকার৷
এর পরেই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন ট্যুইটে বলেন, দায়িত্বশীল বিরোধী দলগুলি সংসদকে সচল রাখার জন্য যা যা দরকার সব কিছু করেছে৷ আমরা এমন একটি সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছি, যারা সংসদকে প্রতিনিয়ত উপহাস করে৷ সার-এর কারণে মানুষ মারা যাচ্ছে৷ এই ইস্যুতে আলোচনা করা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ৷ সংসদীয় গণতন্ত্রের সুরক্ষার নিরিখে সার সংক্রান্ত আলোচনায় সময় নির্ধারণের ক্ষেত্রে আমরা সরকারের প্রস্তাব গ্রহণ করেছি৷ কৌশলগত পরিবর্তন করেছি আমরা৷ আমরা সব বিতর্কেই সরকারকে কোণঠাসা করব৷
এই প্রসঙ্গেই সরকারকে তোপ দেগে বর্ষীয়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি এবং নির্বাচন কমিশন সাধারণ মানুষের মনে শুধু আতঙ্ক তৈরি করেছে৷ মানুষের পাশে আছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গোটা তৃণমূল কংগ্রেস৷

Jago Bangla

Recent Posts

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

9 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

9 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

9 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago

কমিশনের অমানবিকতার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সরব তৃণমূল, হিয়ারিং হয়রানির প্রতিবাদে মিছিল করে স্মারকলিপি প্রদান

ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…

10 hours ago