সংবাদদাতা, আলিপুরদুয়ার : বারবার বলা সত্ত্বেও স্থানীয় বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা উচ্ছেদ-হওয়া ব্যবসায়ীদের স্বার্থে কিছুই করেননি। জেলার বিজেপি বিধায়কদের কাছে দরবার করেও মেলেনি সমাধান। তাই এবার মানবিক মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে আলিপুরদুয়ার শীলবাড়িহাট ব্যবসায়ী সমিতির তরফে নির্মীয়মাণ রাস্তার পাশে অবস্থান বিক্ষোভে শামিল হলেন স্থানীয় ব্যবসায়ীরা। এই মুহূর্তে পাশের জেলা জলপাইগুড়ি সফর করেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-উত্তরবঙ্গে কুণালের তোপ, সিপিএমকে সঙ্গে নিয়ে বিজেপি-এজেন্ট কংগ্রেস
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর জানান, তাঁরা চান মুখ্যমন্ত্রী পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়টি দেখুন। জেলার বিভিন্ন এলাকার উপর দিয়ে সোনালি চতুর্ভুজের রাস্তা গিয়েছে। প্রতিটি জায়গার ব্যবসায়ীর একই বক্তব্য, কেন্দ্রের কোনও সাহায্য পাচ্ছেন না। ২০১৩-১৪ সালের জমি অধিগ্রহণের নতুন আইন অনুযায়ী পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়া সম্ভব এবং এর জন্য সহজ পথও রয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ পুনর্বাসন নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কোনও কথাবার্তা বলছে না। জেলার চাপরের পাড়, ২ নম্বর ব্লক, ঘরঘড়িয়াহাট, সোনাপুর, বাবুরহাট, ঘাটপার, শীলবাড়িহাট, সাহেবপোতা, নিউ পলাশবাড়ি ও মেজবিলের ব্যবসায়ীরা এই কর্মসূচিতে যোগ দেন।