আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হবে। বুধবারের মধ্যে তা বাংলা ও ওড়িশার উপকূল এলাকায় আছড়ে পড়বে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন। সেই ঘূর্ণিঝড় ‘ডানা’র (Cyclone Dana) পূর্বাভাস পাওয়ার পরই তৎপর রাজ্য সরকার। সাগরে সতর্কতা জারি করার পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। এই পরিস্থিতিতে কেন্দ্রের হঠাৎ তৎপরতা দেখা গেল কেন্দ্রের সরকারের তরফে। বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে ভার্চুয়াল বৈঠকে রাজ্যের মুখ্যসচিবকে উপস্থিত থাকার বার্তা দেওয়া হল। তিন রাজ্য নিয়ে সোমবার বৈঠক করবেন কেন্দ্রের সচিব।
বিপর্যয় মোকাবিলা নিয়ে বৈঠকের আয়োজন করেছে কেন্দ্র। সেখানে রাজ্যের মুখ্যসচিবের কাছে রাজ্যের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। সেই সঙ্গে যোগ দিতে বলা হয়েছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার মুখ্যসচিবদেরও। যেহেতু ঘূর্ণিঝড় ‘ডানা’র (Cyclone Dana) প্রভাব ওড়িশা ও বাংলার উপকূলে সব থেকে বেশি প্রভাব ফেলতে পারে বলে আবহাওয়াবিদদের অনুমান, সেই সঙ্গে প্রভাবিত হওয়ার সম্ভাবনা অন্ধ্রপ্রদেশেরও। ফলে তিন রাজ্যকেই প্রস্তুত রাখা হচ্ছে। তিন মুখ্যসচিবের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন কেন্দ্রের ক্যাবিনেট মন্ত্রী। সোমবার দুপুর ৩টেয় এই বৈঠক।
আরও পড়ুন-ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে ১২ হাজার সেনা উত্তর কোরিয়ার! আরও ঘোরালো হবে পরিস্থিতি
গত বছর বা তার আগের দু’বছর বাংলার কোনও বিপর্যয়ে কোনও সাহায্য় কেন্দ্রের থেকে পাওয়া যায়নি। সমালোচনার পরে বিগত বিপর্যয় পেরিয়ে যাওয়ার পরে কিছু সাহায্য দিলেও রাজ্যের সরকার আর্থিকভাবে তার আগেই সব পরিস্থিতি সামলে নিয়েছিল। বুধবার বা বৃহস্পতিবার যে ঘূর্ণিঝড় প্রায় ১৩৫ কিমি বেগে বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে তা বাংলার উপকূল থেকে প্রায় আটশো কিলোমিটার দূরে বর্তমানে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত হিসাবে অবস্থান করছে। গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরে এর গতিবেগ হতে পারে ৯০ থেকে ১২০ কিলোমিটার। সেক্ষেত্রে উপকূলে আছড়ে পড়ার সময় হাওয়ার গতি ১২০ কিমি প্রতি ঘণ্টা থেকে ১৩৫ কিমি প্রতি ঘণ্টা হতে পারে বলেই আশঙ্কা আবহাওয়া দফতরের।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…