নয়াদিল্লি : আলোচনা ছাড়াই বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পাশ করিয়ে নিল মোদি সরকার (Modi Government)। ট্রেজারি বেঞ্চ এবং বিরোধীদের স্লোগান ও হট্টগোলের জেরে দুপুর ২টোয় সভা মুলতুবি হয়ে যায়। ফের সন্ধ্যা ছ’টায় সভা শুরু হলে বাজেট পাশ করানোর ঘোষণা করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। কোনও আলোচনা ছাড়াই ২০২৩ -২৪ অর্থবর্ষের জন্য প্রায় ৪৫ লক্ষ কোটি টাকার বাজেট কয়েক মিনিটের মধ্যেই পাশও হয়ে যায়। আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির দাবিতে বিরোধীদের ক্রমাগত হট্টগোলের মধ্যে স্পিকার ওম বিড়লা গিলোটিন প্রয়োগ করেন। যেভাবে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম দিন থেকে সভা ভণ্ডুল হয়েছে, তাতে গিলোটিন বা কোনও আলোচনা ছাড়াই একবারে পুরো বাজেট পাশ করানোর সম্ভাবনা তৈরি হয়েছিল। কেন্দ্রের এই পদক্ষেপের সমালোচনা করেছে বিরোধীরা। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, মন্ত্রক অনুযায়ী ৬টি আলোচনার কথা ছিল। সেটা হল না। বিনা আলোচনায় বাজেট পাশ করানো ক্ষতিকর। এরমধ্যে রেল বাজেটও ছিল। এই অবস্থাটা তৈরি করল কেন্দ্রের শাসকদলই। ওরাই চাইছিল না কোনও আলোচনা হোক। কেন্দ্রের ভয় রয়েছে, আলোচনা হলেই মোদি-আদানির সম্পর্ক নিয়ে কথা উঠবে। সেই জন্য এই ক্ষতিকর পদক্ষেপটি করা হল। এটা খুবই দুঃখজনক।