শিক্ষায় ফের কেন্দ্রের থাবা

ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি স্নাতকস্তরে ভর্তিতেও ‘‌এক দেশ এক পরীক্ষা’ নীতি চালু করতে চাইছে বিজেপি সরকার।

Must read

প্রতিবেদন :‌ আবার কেন্দ্রীয় সরকারের এক ভ্রান্ত নীতি। এবার শিক্ষায়। ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি স্নাতকস্তরে ভর্তিতেও ‘‌এক দেশ এক পরীক্ষা’ নীতি চালু করতে চাইছে বিজেপি সরকার। তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ–‌সহ বিভিন্ন রাজ্য এই ভ্রান্ত শিক্ষানীতির বিরোধিতা করেছে। ডাক্তারিতে ভর্তির জন্য নিট ও ইঞ্জিনিয়ারিংয়ের জন্য জয়েন্ট দিতে হত। ইউজিসি বলছে, এবার সেন্ট্রাল ইউনিভার্সিটিজ এন্ট্রান্স টেস্ট (‌সিইউইটি), একটাই পরীক্ষা হবে। যে স্নাতকে সাধারণ বিষয় নিয়ে পড়তে চায়, আর যে ডাক্তারি পড়তে চায়, দুজনের যোগ্যতা এবং মেধার নির্ণয় একটি সাধারণ পরীক্ষায় কি আদৌ সম্ভব?

আরও পড়ুন-স্বাধীনতা ৭৫, কিছু উপলব্ধি, কিছু জিজ্ঞাসা

শিক্ষামহলের বক্তব্য, ডিগ্রি কোর্সের পড়াশোনা আর জয়েন্ট এন্ট্রান্সের পড়াশোনা আলাদা। কী করে একটা পরীক্ষা দুই আলাদা ধরনের কোর্সের পড়াশোনার মাপকাঠি হয়ে উঠতে পারে? ‘‌এক দেশ এক পরীক্ষা’‌ নীতি পড়ুয়াদের বড় সমস্যার কারণ হয়ে উঠবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ–‌উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, একটি পরীক্ষার মাধ্যমে তিনটি আলাদা বিভাগের মেধানির্ণয় সম্ভব নয়। সহমত ম্যাকাউটের উপাচার্য সৈকত মৈত্রও। যদিও এইসব কথাকে গুরুত্ব দিতে নারাজ ইউজিসি। চেয়ারম্যান এম জগদীশ কুমার জানিয়েছেন, আগামী বছরের মধ্যে ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার ক্ষেত্রে এক পরীক্ষা নীতি খুব দ্রুত কার্যকর করা হবে।

Latest article