আজ বকেয়া নিয়ে কেন্দ্র-রাজ্য বৈঠক

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে পড়ে রাজ্যের বকেয়া টাকা নিয়ে বৈঠক ডাকতে বাধ্য হয়েছে কেন্দ্র (Centre-Bengal meeting)। তবে প্রশ্ন উঠেছে, এটা নেহাৎই লোক দেখানো বৈঠক নয় তো? আসলে কেন্দ্রের অভিসন্ধি নিয়ে সংশয় দেখা দিয়েছে বিভিন্ন মহলে। আজ মঙ্গলবার ২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তীর দিনে বাংলার বকেয়া নিয়ে বহু প্রতীক্ষিত বৈঠক। বিভিন্ন দফতরের সচিবের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রের আধিকারিকরা। রাজ্যের বকেয়া নিয়ে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্যা সমাধানে কেন্দ্র ও রাজ্য দুই প্রশাসনের আধিকারিকদের মধ্যে বৈঠকের কথা বলেছিলেন প্রধানমন্ত্রীই। এবার সেই বৈঠকই অনুষ্ঠিত হতে চলেছে। যদিও নবান্নের আধিকারিকদের দাবি, যতই বৈঠক হোক না কেন, বাংলার (Centre-Bengal meeting) যা বকেয়া আছে তা রাজনৈতিক কারণেই ২৪’র ভোটের আগে কেন্দ্র ছাড়বে না। মোদি ও বিজেপি যদি ২৪’র ভোটে জেতে তাহলে টাকা আটকানোর ঘটনা আরও বাড়বে। কার্যত বাংলাকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দেওয়ার সিদ্ধান্তই নিয়েছে গেরুয়া শিবির। তাই যেনতেন প্রকারেণ বাংলাকে অর্থনৈতিক ভাবে অচল করে দেওয়ার লক্ষ্য নিয়েই কাজ করে চলেছে মোদি সরকার। কার্যত একুশের ভোটের পর থেকেই বাংলার মাটিতে ধারাবাহিক ভাবে হেরে চলেছে বিজেপি। কোনও মন্ত্র, কোনও টোটকাতেও কাজ দিচ্ছে না। বাংলার বুকে বিজেপি এখন কার্যত প্রান্তিক শক্তিতে পরিণত হওয়ার দিকে এগোচ্ছে। অস্তিত্বসংকটে ভুগে তারা এখন বাংলাকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে। তাই মঙ্গলবার যা বৈঠক হোক না কেন, বকেয়া যে খুব সহজে মিলবে, এমনটা মোটেও মনে করছেন না নবান্নের আধিকারিকদেরই একটা বড় অংশ। এই বৈঠক কার্যত লোক দেখানো বৈঠক ছাড়া আর কিছুই নয়।

আরও পড়ুন- ধর্মের চশমা খোলো, বিপদে দেশ

Latest article