জাতীয়

আদানি পাওয়ারকে সুবিধা করে দিতে তড়িঘড়ি নিয়মবদল কেন্দ্রের

প্রতিবেদন: বাংলাদেশ নিয়ে ভারতের বিদেশনীতি মারাত্মক ধাক্কা খেয়েছে প্রতিবেশী রাষ্ট্রের সাম্প্রতিক ঘটনাবলিতে। কতদিনে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক স্বাভাবিক হবে তা এখনই বলা সম্ভব নয়। এই ছন্নছাড়া পরিবেশেও কেন্দ্রীয় সরকারের একমাত্র লক্ষ্য আদানি গোষ্ঠীর যেন কোনও ক্ষতি না হয়। গত ১২ আগস্ট কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক একটি সার্কুলার (অফিস মেমো নং ৯-৫-২০১৭-ট্রান্স-পার্ট ১) জারি করে বিদ্যুৎ সরবরাহ সম্পর্কিত নিয়মাবলিতে একটি গুরুত্বপূর্ণ সংশোধন করে।এই সংশোধনীতে বলা হয়েছে, যে বিদ্যুৎ কেন্দ্রগুলি প্রতিবেশী দেশগুলিতে বিদ্যুৎ সরবরাহ করে তারা বিদেশি বাজারে অসুবিধার সম্মুখীন হলে ভারতে তাদের উৎপাদন বিক্রি করতে পারবে৷

আরও পড়ুন-আইআইটিকে ১২০ কোটি টাকার জিএসটি নোটিশ, রামদেবের পতঞ্জলিকে পাঁচ বছরের আয়কর ছাড়!

গত ৫ আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানের কারণে শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব ত্যাগ করে ভারতে পালিয়ে আসেন। কেন্দ্রের সাম্প্রতিক পদক্ষেপটি বাংলাদেশে চলমান অস্থিরতার পরিপ্রেক্ষিতে এসেছে এবং আদানি পাওয়ারকে বিপুলভাবে উপকৃত করবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে ভারতের পূর্ব প্রতিবেশী দেশে আদানি গোষ্ঠীই একমাত্র একচেটিয়া বিদ্যুৎ সরবরাহকারী। বাংলাদেশে এই পট পরিবর্তনের ফলে সেদেশে ব্যবসা বাণিজ্য করা ভারতীয় সংস্থাগুলির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে আদানি গোষ্ঠীর। কারণ, ঝাড়খণ্ডের গোড্ডায়  আদানি পাওয়ারের ৮০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট ২০১৭ সালে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে স্বাক্ষরিত একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি-এর অধীনে একচেটিয়াভাবে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করেছে। এই তাপবিদ্যুৎ কেন্দ্র, যা অস্ট্রেলিয়ায় আদানি গ্রুপের খনি থেকে কয়লা উৎপন্ন করে, গত বছর বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি শুরু করে। এই চুক্তি নিয়েও বাংলাদেশে বিতর্ক আছে। অনেকেই এই চুক্তি বাতিলের দাবি জানিয়েছে সেখানে। এই প্রেক্ষাপটে আদানিদের চিন্তা ছিল বাংলাদেশ যদি চুক্তি বাতিল বা স্থগিত ঘোষণা করে তাহলে কী হবে? ভারত সরকারের নিয়ম ছিল বিদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য অনুমোদিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে উৎপাদিত বিদ্যুৎ দেশের অভ্যন্তরে সরবরাহ করা যাবে না।

আরও পড়ুন-১,৫৩০ কোটি টাকার প্রকল্পের কাজ শেষ করেছে রাজ্য, বরাদ্দ খরচে দেশে দু’নম্বরে বাংলা

গোড্ডায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনে আদানিদের বিশেষ সুবিধা পাইয়ে দেবার জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করা হয়েছিল। এখন যদি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে হয় তবে সংকটের মধ্যে পড়বে আদানি গোষ্ঠী। কিন্তু কেন্দ্রে মোদি-শাহ কুর্সিতে থাকতে আদানি গোষ্ঠীর চিন্তা কীসের? ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটার সাতদিনের মধ্যেই তাই কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক বিভাগীয় সার্কুলার দিয়ে ঘোষণা করে দিয়েছে বিদেশে সরবরাহ করতে না পারলে দেশের অভ্যন্তরে সেই বিদ্যুৎ সরবরাহে বাধা থাকছে না। সার্কুলারটিতে বলা হয়েছে, দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রের সঙ্কটমোচনের উদ্দেশ্যেই এই পরিবর্তন। তবে সার্কুলারে এটা বলা হয়নি যে, আদানিদের গোড্ডা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রই দেশের একমাত্র কোম্পানি যারা বিদ্যুৎ বিদেশে সরবরাহ করে। অর্থাৎ শুধু আদানিদের সুবিধা করে দিতেই বিশেষ নিয়ম লাগু করল মোদি সরকার।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

18 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago