ভুয়ো বোমার হুমকি নিয়ে কেন্দ্রের সতর্কতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে

অবিলম্বে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে এই ধরনের বিমান হুমকি সংক্রান্ত ভুল তথ্য দ্রুত মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

Must read

প্রতিবেদন: গত কয়েকদিন ধরে ভারতের শতাধিক অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে বোমার (bomb) হুমকি দিয়ে যাত্রী পরিষেবার ক্ষতি করা হচ্ছে। বিমান ছাড়ার পরে অথবা ঠিক আগের মুহূর্তে বিমানে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে বিভিন্ন ভুয়ো আইপি অ্যাড্রেস থেকে মেইল করা হচ্ছে। এর জেরে যাত্রীদের উদ্বেগের পাশাপাশি জরুরি অবতরণ বা রুট পরিবর্তনের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়ছে বিমান সংস্থাগুলি। নাজেহাল দশা কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের। সমস্যা মোকাবিলায় কড়া আইন আনার ঘোষণাও হয়েছে। এবার এই বিশৃঙ্খলা রুখতে বড় নির্দেশ জারি করল কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন-ঘরের মাঠে শুরু হল পাওয়ার-প্লে, মহারাষ্ট্রের ভোটে সম্মানরক্ষার লড়াই

অবিলম্বে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে এই ধরনের বিমান হুমকি সংক্রান্ত ভুল তথ্য দ্রুত মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিকে সতর্ক করে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি আইনের অধীনে মধ্যস্থতাকারী হিসাবে তৃতীয় পক্ষের বিষয়বস্তুর জন্য তাদের উপলব্ধ ছাড়টি প্রযোজ্য হবে না, যদি তারা তাদের যথাযথ বাধ্যবাধকতা অনুসরণ না করে। কেন্দ্রের হুঁশিয়ারি, বেআইনি কাজ করতে সহায়তা করলে আইনমাফিক সুযোগ-সুবিধা মিলবে না, উল্টে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত সপ্তাহ থেকে ২৭৫টিরও বেশি ভারতীয় উড়ানে বোমার হুমকি এসেছে। যা এককথায় নজিরবিহীন। বিমানযাত্রার মতো মহার্ঘ পরিষেবা এখন ভুয়ো বোমা হুমকির জেরে সমস্যাসঙ্কুল হয়ে উঠেছে।

Latest article