প্রতিবেদন : ঋতু হিসেবে বসন্ত আরামদায়ক হলেও এই সময়ে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমে আসার পর এবার আতঙ্ক ছড়াতে শুরু করেছে হংকং ফ্লু। এ রোগের প্রাদুর্ভাব থেকে মানুষকে রক্ষা করতে তৎপর হল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এই হংকং ফ্লু ও শ্বাসকষ্টজনিত রোগের বিষয়ে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।
আরও পড়ুন-আর্থিক মন্দার কারণে দেউলিয়া, বন্ধ হল আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাঙ্ক
কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের চিঠিতে বিশেষভাবে হংকং ফ্লু বা এইচ-১এন-১, এইচ-৩এন-২ এবং অ্যাডিনোভাইরাসের কথা উল্লেখ করা হয়েছে। ওই চিঠিতে জানানো হয়েছে, শিশু ও বয়স্করাই এ ধরনের ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে। আক্রান্তরা জ্বর ও সর্দি-কাশি ছাড়াও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালে উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। রাজ্যের মুখ্যসচিবদের কাছে দেওয়া ওই চিঠিতে ভূষণ বলেছেন, আক্রান্তদের চিকিৎসার দিকে যেন যথাযথ নজর দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসার পরিকাঠামো তৈরি থাকে। বিশেষ করে কোমর্বিডিটি যুক্ত রোগীদের প্রতি বিশেষ করে নজর রাখতে বলা হয়েছে।
আরও পড়ুন-আর কত দেখব! ডিএ প্রাপ্তি সাংবিধানিক অধিকার হল কবে?
ওই চিঠিতে আশা প্রকাশ করা হয়েছে, মার্চের শেষ দিকে গরম পড়লে সংক্রমণও কমবে। তবে যতদিন না সংক্রমণ কমছে ততদিন সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। শুক্রবার এই হংকং ফ্লুতে দেশে দু’জনের মৃত্যু হয়েছিল। ওই মৃত্যুর খবর ছড়াতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। যে সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত রোগীদের চিকিৎসা করছেন তাঁদেরও সতর্ক করে টিকা নিতে পরামর্শ দিয়েছে কেন্দ্র।