মনরেগায় অতিরিক্ত টাকা দেবে না কেন্দ্র

প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছরে এখনও পর্যন্ত কেন্দ্র এই খাতে ৮২,৬৮৪ কোটি টাকা দিয়েছে, যা ৮৬,০০০ কোটি টাকার বার্ষিক বরাদ্দের ৯৬%।

Must read

প্রতিবেদন: কেন্দ্রীয় সরকার ২০২৪-২৫ অর্থবছরের জন্য মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিম (এমজিএনআরইজিএস)-এর জন্য কোনও অতিরিক্ত তহবিল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের পিছনে তাদের যুক্তি হল, সরকার মনে করে ৮৬,০০০ কোটি টাকার বরাদ্দ একটি বছরের জন্য যথেষ্ট। আধিকারিকরা বলেছেন যে চলতি বছরের বরাদ্দ থেকে প্রায় ৭,৫০০ কোটি টাকা অব্যয়িত থাকায় তা বাকি সময়ের জন্য যথেষ্ট মনে করা হচ্ছে। মোদি সরকারের সাফাই, কিছু রাজ্য, যারা তুলনামূলকভাবে ‍‘সচ্ছল’, তারা এই তহবিল অন্যদিকে সরিয়ে নিচ্ছে এবং গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমটিকে এর মূল উদ্দেশ্য অর্থাৎ প্রয়োজনীয় লোকদের কাজ দেওয়ার পরিবর্তে একটি বিকল্প আয়ের উৎসে পরিণত করছে। এক আধিকারিক বলেছেন, রাজ্যগুলি কোভিডের সময় সর্বোচ্চ পরিমাণ অর্থ তুলে নিয়েছিল, প্রায় ১.১ লক্ষ কোটি টাকা, যখন গ্রামীণ সংকট প্রকট ছিল। স্বাভাবিক সময়ে ৮৬,০০০ কোটি টাকা আদৌ কম নয় এবং গ্রামীণ চাহিদা মেটার পক্ষে যথেষ্ট।

আরও পড়ুন-ল্যান্সডাউন প্লেস নাম বদলে হল প্রতুল মুখোপাধ্যায় সরণি

প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছরে এখনও পর্যন্ত কেন্দ্র এই খাতে ৮২,৬৮৪ কোটি টাকা দিয়েছে, যা ৮৬,০০০ কোটি টাকার বার্ষিক বরাদ্দের ৯৬%। তবে, প্রকৃত ব্যয় প্রায় ৯৪,৫০০ কোটি টাকা, যার মধ্যে এই প্রকল্পের কিছু অতীত সঞ্চয়ের ব্যবহারও অন্তর্ভুক্ত রয়েছে। এখন প্রশ্ন, গরিব ও গ্রামীণ মানুষের জন্য সরাসরি যে টাকা খরচ হয় তাতে কোপ বসিয়ে কী বার্তা দিতে চাইছে মোদি সরকার?

Latest article