বাম মুখপত্রে কেন্দ্রের বিজ্ঞাপন, নিন্দার ঝড়, ঝুলি থেকে বেরোল বেড়াল

ঝুিল থেকে বেড়াল বেরিয়ে পড়ল। রাম-বাম আঁতাতের কথা বারবারই বলে এসেছে তৃণমূল কংগ্রেস। এবার তা কাজেও প্রমাণিত হল।

Must read

প্রতিবেদন : ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ল। রাম-বাম আঁতাতের কথা বারবারই বলে এসেছে তৃণমূল কংগ্রেস। এবার তা কাজেও প্রমাণিত হল। নিজেদের রাজনৈতিক মূল্যবোধকে জলাঞ্জলি দিয়ে মোটা টাকার বিনিময়ে বিজেপির কাছ থেকে বিজ্ঞাপন নিল সিপিএমের মুখপত্র গণশক্তি।

আরও পড়ুন-সেলাই প্রশিক্ষণে মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্যোগ

কেন্দ্রের জনবিরোধী সরকারের সমালোচনা দূরের কথা, প্রধানমন্ত্রী তথা বিজেপির মুখ নরেন্দ্র মোদির ছবি দিয়ে প্রথম পাতায় বিরাট বিজ্ঞাপন ছাপিয়েছে তারা। একের পর এক সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থা বেচে দেওয়ার খলনায়ক মোদি-আদানির সঙ্গে আঁতাত করে দেশের সবচেয়ে বড় বিমা কোম্পানি এলআইসিকে দেউলিয়া করা প্রধানমন্ত্রীর ছবি দেওয়া বিজ্ঞাপন দিয়ে সিপিএম আসলে নিজেদের কর্মী-সমর্থকদের কাছে বিজেপির পক্ষেই প্রচার চালাচ্ছে। যা খুবই দুর্ভাগ্যজনক। বিভিন্ন নির্বাচনে ফলাফলের অঙ্ক তলে তলে সিপিএম-বিজেপি অশুভ আঁতাতের ইঙ্গিত দেয়। শুধুমাত্র তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে বামেরা নিজেদের নীতি-আদর্শ আগেই বিসর্জন দিয়েছে। বামের ভোট দায়িত্ব নিয়ে রামে পাঠিয়ে সিপিএম এখন শূন্য। সেই ধারা বজায় রেখে সেলিমরা এবার মহাশূন্যের দিয়ে এগিয়ে চলেছেন।

Latest article